সিপিএলের জন্য পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবেন না পেরেরা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার হয়ে টুর্নামেন্টের পুরোটা সময় খেলবেন শ্রীলংকার থিসারা পেরেরা। সিপিএল কর্তৃপক্ষের এমন ঘোষণার পর অনিশ্চিত হয়ে পড়েছে পেরেরার পাকিস্তান সফর। ওয়ানডে সিরিজ তো বটেই, পেরেরা নাও খেলতে পারেন টি-টোয়েন্টি সিরিজেও।
৪ সেপ্টেম্বর শুরু হবে সিপিএলের এবারের আসর। গ্রুপ পর্ব চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে দশটি ম্যাচ খেলবে সব দল। অন্যদিকে ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহু আলোচিত পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজ। ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর হবে সিরিজে বাকি দুই ম্যাচ। প্রথম দুই ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারছেন না পেরেরা, শেষ ওয়ানডেও হয়তো খেলবেন না।
যদি সিপিএলে পেরেরা দল গ্রুপ পর্ব পার করে, তাহলে সেখানে তাকে থাকতে হবে আরও বেশ কিছুদিন। ৯ অক্টোবর শেষ হবে শ্রীলংকার পাকিস্তান সফর। সিপিএলে থাকলে ওয়ানদের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না পেরেরা। কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দলে অবশ্য জায়গা হয়নি পেরেরার। পাকিস্তান সফরের জন্য এখনো দল ঘোষণা করেনি শ্রীলংকা।