• ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজ
  • " />

     

    বুমরার হ্যাটট্রিকে টালমাটাল ওয়েস্ট ইন্ডিজ

    বুমরার হ্যাটট্রিকে টালমাটাল ওয়েস্ট ইন্ডিজ    

    স্কোর

    দ্বিতীয় দিনশেষে

    ওয়েস্ট ইন্ডিজ ৩৩ ওভারে ৮৭/৭ (হেটমেয়ার ৩৪, হোল্ডার ১৮; বুমরা ৬/১৬) 

    ভারত ১৪০.১ ওভারে ৪১৬ ( বিহারী ১১১, কোহলি ৭৬, ইশান্ত ৫৭, হোল্ডার ৫/৭৭) 

    ওয়েস্ট ইন্ডিজ ৩২৯ রানে পিছিয়ে 

     

    জাসপ্রীত বুমরার হ্যাটট্রিক বলটা সামলাতে পারলেন না রস্টন চেজ। ইনসুইঙ্গার বলটি তাঁর সামনের পায়ের প্যাডে লাগল। বল প্রথমে চেজের ব্যাটে লেগে প্যাডে লেগেছে, এমনটা ভেবে বুমরা কিংবা অন্য কেউই তেমন জোরালো আপিল করলেন না, আম্পায়ার পল রাইফেলও আঙ্গুল তুললেন না। স্লিপে দাঁড়ানো বিরাট কোহলিই শুধু আবেদন করলেন, নিলেন রিভিউও। সেই রিভিউতেই বুমরা পেলেন হ্যাটট্রিক। বুমরার বিধ্বংসী বোলিংয়েই জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিনশেষে প্রথম ইনিংসে ৮৭ রান রান তুলতেই পড়েছে ক্যারিবিয়ানদের ৭ উইকেট। 

    আগের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বুমরার বোলিংয়েই মাত্র ১০০ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে টেস্ট হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। বুমরাকে সামলানোর উপায় এবারও খুঁজে পাননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন বুমরা। সপ্তম ওভারে জন ক্যাম্পবেলকে দিয়ে শুরু, ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই ফিরেছেন বুমরার বলেই। 

    ৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। চার রানের মাঝে পড়ে আরও তিন উইকেট। নবম ওভারে হ্যাটট্রিক পান বুমরা। দ্বিতীয় বলে ফেরান ড্যারেন ব্রাভোকে, পরের বলে আউট হন শামরাহ ব্রুকস। ওভারের চতুর্থ বলে চেজকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরা। চেজের আউটটা এসেছে কোহলির সাহসী এক রিভিউতেই। নাহলে প্রথমে বুমরা ও অন্য কেউই সেভাবে আপিল করেননি। হরভজন সিং ও ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক পেলেন বুমরা। 

     

     

    মাত্র ১৩ ওভারের মাঝে ২২ রানে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তখন দিশেহারা। ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে বিপর্যয় কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন শিমরন হেটমেয়ার ও জেসন হোল্ডার। ৩৪ রান করা হেটমেয়ারকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মোহাম্মদ শামি। কিছুক্ষণ পর হোল্ডারও ফেরেন বুমরার বলে। দিনশেষে ভারতের চেয়ে ৩২৯ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, চোখ রাঙ্গাচ্ছেফলো-অন, হাতে আছে তিন উইকেট। বুমরা ১৬ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। 

    দিনের প্রথম বলেই রিশাভ পান্টের উইকেট হারিয়েছিল ভারত। রবীন্দ্র জাদেজাও খুব বেশিক্ষণ টিকতে পারেননি। অস্টম উইকেটে হানুমা বিহারী ও ইশান্ত শর্মা যোগ করেন ১১২ রান। এই সময়ে বিহারী পান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি করেছেন ইশান্তও।  

    ৫৭ রান করা ইশান্তকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন ব্রাথওয়েট। ১১১ রান করা বিহারীকে ফিরিয়েছেন হোল্ডার। শেষ পর্যন্ত ৪১৬ রানে থামে ভারতের ইনিংস। ৭৭ রানে পাঁচ উইকেট নিয়েছেন হোল্ডার।