• ওয়েস্ট ইন্ডিজ-ভারত সিরিজ
  • " />

     

    ভারতের বড় জয়ে ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

    ভারতের বড় জয়ে ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি    

    স্কোর

    ওয়েস্ট ইন্ডিজ ১১৭ ও  ৫৯.৫ ওভারে ২১০ ( ব্রুকস ৫০, হোল্ডার; জাদেজা ৩/৫৮, শামি ৩/৬৫) 

    ভারত ৪১৬, ১৬৮/৪ 

    ভারত ২৫৭ রানে জয়ী (২-০ তে সিরিজ জয়ী)

     

    বিশাল টার্গেট দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। ম্যাচ বাঁচাতে শেষ দুই দিনে ওয়েস্ট ইন্ডিজকে করে দেখাতে হতো বিশেষ কিছুই। জ্যামাইকা টেস্টের চতুর্থ দিনে অবশ্য দুই সেশনই টিকতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। শামি-জাদেজা-ইশান্তদের দারুণ বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় জয় পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বিরাট কোহলির দল। অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন কোহলিরই। 

     

     

    চতুর্থ দিনের প্রথম আধঘণ্টার মতো সময়টা দেখেশুনেই কাটিয়ে দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। এর মাঝে অবশ্য আহত অবসর নিয়ে মাঠ ছাড়েন ড্যারেন ব্রাভো। আগের দিন শেষ ওভারে জাসপ্রীত বুমরার বলে হেলমেটে আঘাত পেয়েছিলেন তিনি। সেই প্রভাবটা পড়ল কালকে সকালে। ব্রাভোর মাঠ ছাড়ার পর রস্টন চেজকে সাথে নিয়ে বুমরা-শামিদের ভালোভাবেই সামলাচ্ছিলেন শামারাহ ব্রুকস। তাদের জুটি ভাঙ্গেন রবীন্দ্র জাদেজা। চেজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ভারতকে দিনের প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনি। 

    পরের ওভারেই শিমরন হেটমেয়ারকে ১ রানে ফেরান ইশান্ত। ড্রাইভ করতে গিয়ে এক্সট্রা কভারে মায়াঙ্ক আগারওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেটমেয়ার। ব্রাভোর বদলে কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন জারমেইন ব্ল্যাকউড। এই ম্যাচের জন্য স্কোয়াডেই ছিলেন না তিনি। স্থানীয় ক্রিকেটার হওয়ায় তাকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। 

    হুট করে নেমে খুব একটা খারাপ ব্যাটিং করেননি ব্ল্যাকউড। ৩৮ রান করে ফিরেছেন বুমরার বলে। তিন ওভার পর দুই বলের ব্যবধানে ফেরেন এই ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি পাওয়া ব্রুকস ও হ্যামিলটন। ম্যাচ বাঁচানোর আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। শেষের দিকে জেসন হোল্ডার শুধু হারের ব্যবধানটাই কমিয়েছেন। ৩৫ বল খেলে ৯ চার মেরে করেছেন ৩৯ রান। হোল্ডারকে আউট করেই ভারতের বড় জয় নিশ্চিত করেন জাদেজা। 

    রানের হিসেবে এটি বিদেশের মাটিতে ভারতের ষষ্ঠ বড় জয়। অধিনায়ক হিসেবে ২৮ টি টেস্ট জিতলেন কোহলি, পেছনে ফেলেছেন ২৭ টেস্ট জেতা মহেন্দ্র সিং ধোনিকে। দুই ম্যাচ জিতে ১২০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত।