• নিউজিল্যান্ডের শ্রীলংকা সফর
  • " />

     

    ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে লকি ফার্গুসন

    ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে লকি ফার্গুসন    

    শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়েছিলেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। সেই চোটই সিরিজ থেকে ছিটকে দিয়েছে তাকে। শুধু তাই নয়, আঙ্গুলে চিড় ধরা পড়ায় প্রায় ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে ফার্গুসনকে। 

    ক্যান্ডিতে সিরিজের প্রথম ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করছিলেন ফার্গুসন। সেই সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি। এই চোটের কারণে খেলতে পারেননি গতকালের ম্যাচও। পরে আঙ্গুলের এক্সরে করে জানা যায়, আঙ্গুলে চিড় ধরেছে তাঁর। 

    নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন, সিরিজের বাকি ম্যাচ না খেলেই দেশে ফিরছেন ফার্গুসন, ‘দারুণ একটা বিশ্বকাপের পর তাঁর এভাবে সিরিজ মিস করা খুবই দুঃখজনক। তাঁর আঙ্গুলে চিড় ধরেছে। চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খেলতে পারবে না সে। আমরা আশা করছি ১ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে সেখানে সে ফিরবে।’ 

     

     

    ফার্গুসন দেশে ফিরলেও তাঁর পরিবর্তে কাউকে স্কোয়াডে নেবে না নিউজিল্যান্ড, জানিয়েছেন স্টেড, ‘আমরা ফার্গুসনের বিকল্প হিসেবে কাউকে নেবো না। আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে স্কোয়াডের অন্যরাই সিরিজে ভালো করতে পারবে।’

    আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা-নিউজিল্যান্ড। শুক্রবার হবে শেষ ম্যাচ।