• নিউজিল্যান্ডের শ্রীলংকা সফর
  • " />

     

    মালিঙ্গার চার বলে চারে ভাঙল যত রেকর্ড

    মালিঙ্গার চার বলে চারে ভাঙল যত রেকর্ড    

    পাল্লেকেলেতে লাসিথ মালিঙ্গা ফিরিয়ে আনলেন ২০০৭ বিশ্বকাপের স্মৃতি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চার বলে চার উইকেট নিয়ে মালিঙ্গা গড়লেন নতুন রেকর্ড। তার অবিশ্বাস্য এই বোলিংয়ে হয়েছে বেশ কিছু নতুন কীর্তি। 

    গতকাল টি-টোয়েন্টিতে নিজের ১০০ উইকেট পূর্ণ করেছেন মালিঙ্গা। টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে শততম উইকেটের মাইলফলক ছুলেন তিনি। মালিঙ্গা পেছনে ফেলেছেন ৯৮ উইকেট পাওয়া পাকিস্তানের শহীদ আফ্রিদিকে। 

    ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মালিঙ্গা। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিকে পরপর চার বলে ফিরিয়েছিলেন তিনি। গতকাল টানা চার বলে নিয়েছেন কলিন মানরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেলরের উইকেট। 

     

     

    কাল সব মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন মালিঙ্গা। টি-টোয়েন্টিতে এটি মালিঙ্গার দ্বিতীয় পাঁচ উইকেট শিকার, যা যৌথভাবে সর্বোচ্চ। সব ধরনের টি-টোয়েন্টিতে মালিঙ্গার পাঁচ উইকেট শিকার মোট পাঁচবার, যা সর্বোচ্চ।  

    ৫ 

    আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার হ্যাটট্রিক সংখ্যা দাঁড়ালো পাঁচে। ওয়ানডেতে তার হ্যাটট্রিক তিনটি, টি-টোয়েন্টিতে দুইটি। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি হ্যাটট্রিক নেই আর কোনো বোলারের। মালিঙ্গা পেছনে ফেলেছে পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে। তার হ্যাটট্রিক সংখ্যা চারটি; দুটি টেস্টে, দুটি ওয়ানডেতে। মালিঙ্গা ও আকরাম ছাড়া কেউ দুটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে। 

    ৬ 

    চার ওভার বল করে কাল মালিঙ্গা নিয়েছেন ৬ রানে পাঁচ উইকেট। তার চেয়ে কম রান দিয়ে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটে নিয়েছেন মাত্র দুইজন বোলার। শ্রীলংকার রঙ্গনা হেরাথ ও আফগানিস্তানের রশিদ খান দুইজনই ৫ উইকেট নিয়েছিলেন ৩ রান দিয়ে। 

    ১০০

    তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে মালিঙ্গার এই হ্যাটট্রিক ১০০তম। টেস্টে এখন পর্যন্ত হ্যাটট্রিক হয়েছে ৪৪টি, ওয়ানডেতে ৪৮ টি, টি-টোয়েন্টিতে ৮ টি। সব মিলিয়ে হ্যাটট্রিক করেছেন মোট ৮৪ জন বোলার। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান বোলারদের হ্যাটট্রিক সবচেয়ে বেশি(১৮টি)। দ্বিতীয় সর্বোচ্চ শ্রীলংকার বোলারদের(১৩টি)। এর মাঝে পাঁচটিই মালিঙ্গার।