অভিষেকে ফেদেরারকে চমকে দিয়েও জিততে পারলেন না ভারতের সুমিত
সুমিত নাগালের র্যাংকিং ১৯০, প্রথমবারের মতো খেলতে এসেছেন গ্র্যান্ড স্ল্যাম। কখনো এটিপি ট্যুর লেভেলের ম্যাচও জেতেননি তিনি। অখ্যাত এই ভারতীয় টেনিস খেলোয়াড়ই আজকে ঘটাতে পারতেন বড় এক অঘটন। ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে সুমিতের কাছে প্রথম সেট হেরে বসেছিলেন রজার ফেদেরার! শেষ পর্যন্ত অবশ্য পরের তিন সেট জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
গত সপ্তাহেই ২৫ বছরের মাঝে সর্বকনিষ্ঠ ভারতীয় পুরুষ হিসেবে ইউএস ওপেন খেলার সুযোগ পান সুমিত। নিজের গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারের প্রথম ম্যাচটা যখন ফেদেরারের বিপক্ষে পড়ে, তখন খুশিতে আত্মহারা ছিলেন সুমিত, ‘আমার জীবনে এর চেয়ে ভালো কিছু আর হয়নি। সে টেনিসের ঈশ্বর, আমার আদর্শ। সবসময়ই স্বপ্ন দেখতাম কবে তাঁর সাথে দেখা হবে।’
সেই দেখাটা হয়ে গিয়েছিল ইউএস ওপেনের কোর্টেই। সেখানে ফেদেরারকে রীতিমত চমকেই দিয়েছিলেন ২২ বছর বয়সী সুমিত। প্রথম সেট ৪-৬ ব্যবধানে জিতে স্বপ্ন দেখছিলেন অঘটনের। একটা সময় প্রথম সেটে ৪-৪ গেমে সমতা ছিল। পরের টানা দুই গেম জিতেই ম্যাচে এগিয়ে যান সুমিত।
শুরুটা খারাপ হলেও ফেদেরার ঘুরে দাঁড়িয়েছেন ফেদেরারের মতোই। পরের তিন সেটে পাত্তাই পাননি সুমিত। ৬-১, ৬-২, ৬-৪ গেমে টানা তিন সেট জিতেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ফেদেরার।