• ইউএস ওপেন
  • " />

     

    ইউএস ওপেনের ফাইনালে নাদাল

    ইউএস ওপেনের ফাইনালে নাদাল    

    রজার ফেদেরার, নোভাক জোকোভিচরা ছিটকে গেছেন আগেই। ফেভারিটদের মাঝে বাকি ছিলেন শুধু রাফায়েল নাদালই। ইউএস ওপেনের সেমিফাইনালে ইতালির মাতেও বেরেটিনিকে ৭-৬, ৬-৪ ও ৬-১ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। ফাইনালে তার প্রতিপক্ষ রাশিয়ার দানিল মেদভেদেভ। 

     

     

    প্রথম সেটে নাদাল-বেরেটিনি লড়াইটা হয়েছে সমানে সমান। ৬-৬ এ সমতা থাকার পর টাইব্রেকারেই নির্ধারিত হয় সেট। সেখানে জিতে ম্যাচে এগিয়ে যান নাদাল। পরের দুই সেটে অবশ্য পাত্তাই পাননি বেরেটিনি। ৬-৪ ও ৬-১ গেমে জিতে ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। 

    এই নিয়ে পঞ্চমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন নাদাল। সেখানে তিনি মুখোমুখি হবেন ২৩ বছর বয়সী মেদভেদেভের। এর আগে ২০১০, ২০১১, ২০১৩ ও ২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন নাদাল। তিনবারই শিরোপা জিতেছেন তিনি, হেরেছিলেন শুধু ২০১১ সালে জোকোভিচের বিপক্ষে। 

    এবার ফাইনাল জিতলে নাদালের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা দাঁড়াবে ১৯ এ। ২০ গ্র্যান্ড স্ল্যাম নিয়ে তার সামনে আছেন ফেদেরার।