• টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
  • " />

     

    বিশ্বকাপ বাছাইপর্বের মাঝপথে পাকিস্তানে পালালেন আরব আমিরাতের উইকেটকিপার

    বিশ্বকাপ বাছাইপর্বের মাঝপথে পাকিস্তানে পালালেন আরব আমিরাতের উইকেটকিপার    

    টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার জন্য দলের সাথেই ছিলেন সংযুক্ত আরব আমিরাত উইকেটকিপার গোলাম সাব্বির। টুর্নামেন্ট চলার মাঝপথে হুট করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানা গেছে, কাউকে কিছু না জানিয়েই সাব্বির দেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছেন! 

    গত সোমবার হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে দলের মিটিংয়ে অংশ নেননি সাব্বির। তিনি ছিলেন না গতকালের জার্সির বিপক্ষে ম্যাচেও। কাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হোটেল ছেড়ে কোথায় চলে গেছেন, সেটাও কেউ জানতেন না। কোচ কিংবা সতীর্থ, কাউকেই এই ব্যাপারে কিছুই জানাননি সাব্বির। পরবর্তীতে আরব আমিরাত টিম ম্যানেজার পিটার কেলি দ্যা ন্যাশনাল পত্রিকাকে জানিয়েছেন, সাব্বির দেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছেন। 

    সাব্বিরকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আরব আমিরাতের সব জায়গাতেই তাঁর খোঁজ লাগিয়েছিলেন কেলি, ‘হংকংয়ের ম্যাচের আগে মিটিংয়ে তাকে পাইনি। দলের সাথে বাসেও সে ছিল না। আমরা তাঁর সুস্থতা নিয়ে চিন্তিত ছিলাম। সাব্বিরের অনেক আত্মীয়ের কাছেও তাঁর ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল, কেউ কিছু জানাতে পারেননি। সে নিজের বাড়িতেও ছিল না। আমরা দেশের সব হাসপাতালেও খোঁজ নিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা খবর পাই যে, সে দেশ ছেড়ে পাকিস্তানে চলে গেছে। এখন সে নিরাপদে আছে এতটুকু জানি, কিন্তু ঠিক কী কারণে সে দেশ ছাড়ল সেটাই বুঝতে পারছি না।’ 

    বাছাইপর্ব শুরুর একদিন আগেই ম্যাচ পাতানোর অভিযোগে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ নাভিদসহ তিনজনকে নিষিদ্ধ করেছিল আইসিসি। সাব্বিরও কি এরকম কোন ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন? কেলি অবশ্য এই ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না, ‘ম্যাচ পাতানোর মতো কিছু করা তাঁর স্বভাবের মাঝে নেই। তবে সে কাউকে কিছুই না জানিয়ে দেশ ছেড়েছে এটা একটু অবাক করার মতো ব্যাপার।’