ইউরোপা লিগ ড্র : ক্লাব ব্রুজকে পেল ইউনাইটেড, আর্সেনাল পেল অলিম্পিয়াকোস
ইউরোপা লিগে শেষ ৩২ এর ড্রয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে বেলজিয়ান ক্লাব ব্রুজকে। আর্সেনালের প্রতিপক্ষ গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস। চ্যাম্পিয়নস লিগে তৃতীয় হয়ে ইউরোপা লিগ খেলতে আসা আয়াক্স পেয়েছে স্প্যানিশ গেটাফেকে। আর ইন্টার মিলান খেলবে লুদুগোরেতসের বিপক্ষে।
ফেব্রুয়ারির ২০ তারিখে অনুষ্ঠিত হবে প্রথম লেগ, এর পর একই মাসের ২৭ তারিখে দ্বিতীয় লেগ। মে মাসের ২৭ তারিখে পোল্যান্ডে হবে এবারের ইউরোপা লিগের ফাইনাল। এর আগে অবশ্য শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে আসতে হবে দলগুলোকে।
ইউরোপা লিগ শেষ ৩২ ড্র :
উলভস- এস্পানিওল
স্পোর্টিং লিসবন - ইস্তাম্বুল বাসাকসেহির
গেটাফে - আয়াক্স
লেভারকুসেন - পোর্তো
কোপেনহেগেন- সেল্টিক
আপোয়েল - বাসেল
ক্লুজ - সেভিয়া
অলিম্পিয়াকোস - আর্সেনাল
এজেড আলকামার - লাস্ক
ক্লাব ব্রুজ - ম্যান ইউনাইটেড
লুদুগোরেতস - ইন্টার মিলান
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট - সালজবুর্গ
শাখতার দোনেতস্ক - বেনফিকা
ভলফসবার্গ - মালমো
রোমা - গেন্ট
রেঞ্জার্স - ব্রাগা
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য