• পাকিস্তানের ইংল্যান্ড সফর ২০২০
  • " />

     

    ম্যাচ রেফারি 'বাবার দেওয়া শাস্তি' পেলেন স্টুয়ার্ড ব্রড

    ম্যাচ রেফারি 'বাবার দেওয়া শাস্তি' পেলেন স্টুয়ার্ড ব্রড    

    অসদাচারণে আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’ ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্ট চলার সময় ২.৫ ধারা ভেঙেছেন তিনি, যাতে বলা আছে,  “আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফকে কোনও রকমের ভাষা, কাজ বা অঙ্গভঙ্গী দেখানো, যা আক্রমণাত্মক প্রতিক্রিয়ার দিকে ঠেলতে পারে।” 

    শাস্তি হিসেবে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা, সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ব্রড। মজার ব্যাপার হলো, ব্রডকে এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড, যিনি স্টুয়ার্ট ব্রডের বাবা। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও রিচার্ড ইলিংওর্থের সঙ্গে টিভি আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার স্টিভ ও’শনেসি ব্রডের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। 

    কোভিড-১৯ এর কারণে নতুন প্লেয়িং কন্ডিশনে নিরপেক্ষ ম্যাচ অফিশিয়ালের বদলে স্থানীয় অফিশিয়ালকে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে আইসিসি, এরই ফলে ইংল্যান্ডের সিরিজে স্থানীয় আম্পায়ারদের সঙ্গে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন ক্রিস ব্রড। 

    ওল্ড ট্রাফোর্ড টেস্ট চলাকালীন সময়ে পাকিস্তানের ইয়াসির শাহকে আউট করার পর অনপুযুক্ত ভাষা ব্যবহার করেছিলেন ব্রড, যা লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের মধ্যে পড়ে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ভর্ৎসনা, ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট। 
     


    বাবা ক্রিস ব্রডের সঙ্গে স্টুয়ার্ট ব্রড, তখন ও এখন


    এই ডিমেরিট পয়েন্ট দিয়ে ২৪ মাসের সময়সীমায় ব্রডের ৩টি ডিমেরিট পয়েন্ট হলো। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট ম্যাচ, অথবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন ব্রড, যে ফরম্যাট আগে পড়বে। 

    এর আগে শেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান্ডারার্সে চতুর্থ টেস্টে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ব্রড। তার আগের অপরাধ ছিল ২০১৮ সালে ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে। 

    ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। তবে সে টেস্টের পরই তারা শুনেছে বেন স্টোকসকে এ সিরিজে হারিয়ে ফেলার খবর। পারিবারিক কারণে নিউজিল্যান্ড যাবেন বলে সিরিজের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। 

    এদিকে পরিবারে মৃত্যুর ঘটনায় ‘বায়ো-সিকিউর’ বলয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যাটসম্যান ড্যান লরেন্স। ফলে দ্বিতীয় টেস্টে অভিষেকের সম্ভাবনা নেই আর ইংল্যান্ড স্কোয়াডে থাকা এই রিজার্ভ ব্যাটসম্যানের। 

    আরও পড়ুন- ব্রড, উদযাপন, ভালবাসা