লাল দুর্গের রাজা একজনই, রাফায়েল নাদাল!
ক্লে কোর্টের অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল। রোলাঁ গারোয় তার রাজত্বে ভাগ বসানোর মতো সক্ষমতা বর্তমানে কারও নেই। বিশ্বের বর্তমান নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ সেটে উড়িয়ে দিয়ে সেই কথাটাই আরেকবার প্রমাণ করলেন তিনি। রোলাঁ গারোয় রেকর্ড ১৩ তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছেন বর্তমানে বিশ্বের নাম্বার টু নাদাল। আরও একবার শিরোপা জিতে সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্লামের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই স্প্যানিশ তারকা।
ম্যাচের প্রথম মিনিট থেকেই ক্লে কোর্টে নিজের রাজত্বের জানান দিয়েছেন নাদাল। প্রথম সার্ভ ব্রেক করে শুরু, এরপর পুরো সেটে জোকোভিচ আর দাড়াতেই পারেননি। আক্রমণাত্মক অ্যাপ্রোচ নিয়েই অবশ্য খেলা শুরু করেছিলেন, একের পর এক ড্রপ শটে ভিন্ন কিছু করে দেখানোর চেষ্টাও ছিল। কিন্তু নাদাল যে রোলাঁ গারোয় অপ্রতিরোধ্য, দারুণ ডিফেন্সিভ প্লে-তে জোকোভিচের সব পরিকল্পনা নস্যাৎ করেন তিনি। ড্রপশটের অতি ব্যবহারের মাশুল দিয়ে সেই সেটটি হারতে হয়েছে। সেটে জোকোভিচের সবকটি সার্ভ ব্রেক করেছেন নাদাল। অবিশ্বাস্য স্কোরলাইনে প্রথম সেট জিতে নিয়েছেন নাদাল, ৬-০!
দ্বিতীয় সেটে প্রথম গেম জিতে নেন জোকোভিচ। ম্যাচে প্রথম গেম জিততে জোকোভিচের লেগেছে ৫৫ মিনিট। ড্রপশট বিহীন সেই গেমের মাধ্যমে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে নাদাল ততক্ষণে জোকোভিচের ওপর চড়ে বসেছেন পুরোপুরি। বিশ্বসেরা জোকোভিচকে তখন অ্যামেচারের পর্যায়ে নামিয়ে এনেছেন নাদাল। তাই দাপুটে কায়দায় প্রথম সেট জিতেও এরপর আবার লুটিয়ে পড়লেন এই সার্বিয়ান টেনিস তারকা। সেট ৫-১ থাকা অবস্থায় আরেকটি গেম জিতে নাদালের সেট পয়েন্টের ক্ষুধা কিছুটা বাড়াতে পারলেও শেষ পর্যন্ত ৬-২ এ দ্বিতীয় সেট হেরেছেন জোকোভিচ।
একপেশে প্রথম দুই সেটের পর তৃতীয় সেটে নাদাল-জোকোভিচ দ্বৈরথের কিছুটা আঁচ পাওয়া গেছে। কারণ প্রথম দুই সেট দেখে যে কারও ভুল হতে পারে ম্যাচটি হয়ত নাদাল বনাম কোনো অবাছাই খেলোয়াড়ের। আগের সেটে নিজের শেষ সার্ভ হোল্ড করার পর তৃতীয় সেটেও নিজের প্রথম দুই সার্ভ হোল্ড করেছেন জোকোভিচ। এরপর নাদাল তার সার্ভ ব্রেক করার পর তিনিও পাল্টা সার্ভ ব্রেক করেছেন নাদালের। তৃতীয় সেট ৩-৩ এ নিয়ে আসার পর জোকোভিচ সজোরে এক হুঙ্কার দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন নাদালের সামনে এত সহজে নতি স্বীকার করার পাত্র নন তিনি। নিজের পরের দুটি সার্ভ হোল্ড করার পর ৫-৪ এ এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। তবে পরে নিজের সার্ভের সুযোগ কাজে লাগিয়ে সেট ৫-৫ সমতায় নিয়ে আসেন নাদাল।
পরের দুই গেমে তৃতীয় সেটে জোকোভিচের ম্যাচে ফিরে আসার প্রতিশ্রুতির শ্রাদ্ধ করেন নাদাল। জোকোভিচের সার্ভ ব্রেক করে এগিয়ে যান। এরপর চ্যাম্পিয়নশিপ জেতেন ৪০-০ গেমে।
ক্লে কোর্টে নাদালের কারিশমার কাছেই হেরে গেছেন জোকোভিচ। প্রথম দুই সেটে অনেক কিছু চেষ্টা করেও গতি হয়নি জোকোভিচের, তৃতীয় সেটে আগ্রাসী মনোভাবেও নাদালকে বশ করতে পারেননি। এটি ছিল রোলাঁ গারোয় নাদালের শততম জয়।