• আইপিএল ২০২০
  • " />

     

    আইপিএলে টস জয় যখন অভিশাপ

    আইপিএলে টস জয় যখন অভিশাপ    

    টস জয় এবার কাল হয়ে দাঁড়িয়েছে আইপিএলের দলগুলোর জন্য। এখন পর্যন্ত এবারের আসরে প্রথম ৪০ ম্যাচের মাঝে মাত্র ১৩ টিতে টস জয়ী দল ম্যাচ শেষেও হেসেছে, মলিন মুখে মাঠে ছেড়েছে ২৭ ম্যাচে। সুপার ওভারে যাওয়া চারটি ম্যাচের সবকটিতেই টস জয়ী দল হেরেছে।

    ৪০ ম্যাচের মাঝে শেষ ১০ টির ৯ টি ম্যাচে টানা টস জয়ী দল হারের মুখ দেখেছে। শেষ ম্যাচে এসে হায়দরাবাদ মুম্বাইয়ের বিপক্ষে টস এবং ম্যাচ দুটি জিতে সেই শাপ কাটিয়েছে। আসরের প্রথম ১৫ ম্যাচের ১২ টিতেই টস জয়ী দল হেরেছে, জিতেছে ৩ টিতে। দ্বিতীয় ১৫ ম্যাচে এসে টস জয়ী দলগুলো কিছুটা ভালো পারফর্ম করেছে। ১৫ ম্যাচের ৯ টিতে জিতেছে, ৬ টিতে হেরেছে।

    এবারের আসরে প্রথম ২০ ম্যাচে টস জিতে অধিনায়করা ১৪ বার ফিল্ডিং নিয়েছেন, জয়ের মুখ দেখেছেন মোটে ২ বার। পরের ২০ ম্যাচে দলগুলো টস জিতে ব্যাটিং করার দিকে ঝুঁকেছিল। তবে তাতেও কাজ হয়নি। ২০ ম্যাচের মাঝে ১৭ বার টস জয়ী দল ব্যাটিং নিয়ে জয় পেয়েছে মাত্র ৭ বার।

    টস জয়ের ভিত্তিতে জয়-হারের অনুপাতেও এবারের আসর অন্য সব সংস্করণের নিচে অবস্থান করছে। এর আগে ২০১২ সালে জয়-হারের অনুপাত সর্বনিম্ন ছিল। সেবার টস জয়ী দল ম্যাচ জিতেছিল ৩৩ বার আর হেরেছিল ৪১ বার। আইপিএলের গত আসরে অবশ্য টস জয়ীদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, জয়-হারের অনুপাত ছিল রেকর্ড ১.৫৬৫।

    টস জয়ের অভিশাপ এবার আটটি দলের ওপরই সমানভাবে নেমে এসেছে। আট দলের সাতটিই টস জিতে জয়ের চেয়ে হারের স্বাদ বেশি পেয়েছে। শুধু মুম্বাই ইন্ডিয়ানস চার ম্যাচ টস জিতে সমান দুটি করে ম্যাচ জিতেছে এবং হেরেছে। আর পাঞ্জাব তো তিন ম্যাচে টস জিতে সবকটিতেই হেরেছে।