বল হাতে মোস্তাফিজের শুভসূচনা ম্লান করে গিল-লকিতে গুজরাটের টানা দ্বিতীয় জয়
গুজরাট-দিল্লি, পুনে (টস-গুজরাট/ফিল্ডিং)
গুজরাট টাইটান্স- ১৭১/৬, ২০ ওভার (গিল ৮৪, হার্দিক ৩১, মিলার ২০*, মোস্তাফিজ ৩/২৩, খলিল ২/৩৪, কুলদিপ ১/৩২)
দিল্লি ক্যাপিটালস- ১৫৭/৯, ২০ ওভার (পান্ট ৪৩, ললিত ২৫, পাওয়েল ২০, ফার্গুসন ৪/২৮, শামি ২/৩০, হার্দিক ১/২২ )
ফলাফল: গুজরাট ১৪ রানে জয়ী
আইপিএলে আসরে প্রথমবারের মত নেমে নিজের নামের প্রতি সুবিচার করে নতুন দলের হয়ে ঠিকই নজর কাড়লেন মোস্তাফিজুর রহমান। তবে প্রতিপক্ষ পেসার লকি ফার্গুসনের লাছে নতি স্বীকার করেই এই যাত্রায় ফিরতে হল তাকে। মোস্তাফিজ বল হাতে ভেল্কি দেখালেও অন্য বোলারদের ওপর চড়াও হয়ে আইপিএলে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শুবমন গিল। শিশিরের প্রভাব এদিন নগণ্য হওয়ায় তার সেই ইনিংস গুজরাটকে অনেকটাই এগিয়ে দেওয়ার ফার্গুসন-শামিরা বল হাতে আগুন ঝরিয়ে নিশ্চিত করেছেন গুজরাটের টানা দ্বিতীয় জয়।