• আইপিএল ২০২২
  • " />

     

    শুবমানের সুযোগ্য ইনিংসের পর পাঞ্জাবের পুরনো যম তেওয়াতিয়া-তান্ডবে অপরাজিত গুজরাট

    শুবমানের সুযোগ্য ইনিংসের পর পাঞ্জাবের পুরনো যম তেওয়াতিয়া-তান্ডবে অপরাজিত গুজরাট    

    পাঞ্জাব-গুজরাট, মুম্বাই (টস-গুজরাট/ফিল্ডিং)
    পাঞ্জাব কিংস- ১৮৯/৯, ২০ ওভার (লিভিংস্টোন ৬৪, ধাওয়ান ৩৫, জিতেশ ২৩, রশিদ ৩/২২, নালকান্ডে ২/৩৭, ফার্গুসন ১/৩৩)
    গুজরাট টাইটান্স- ১৯০/৪, ২০ ওভার (গিল ৯৬, সুধারসান ৩৫, হার্দিক ২৭, রাবাদা ২/৩৫, চাহার ১/৪১)
    ফলাফল: গুজরাট ৬ উইকেটে জয়ী

     

    শেষ ওভারের দ্বিতীয় বলেই রান আউট হয়ে যখন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিরলেন তখন তিনি যারপরনাই ডেভিড মিলারের ওপর বিরক্ত; যেন ম্যাচটাই তার জন্য হেরে গেলেন! তবে ডাগ আউটে সুযোগের অপেক্ষায় বসে থাকা রাহুল তেওয়াতিয়ার ওসবের বালাই ছিল না। লক্ষ্য তার একটাই-জয়। শেষ দুই বলে যখন প্রয়োজন ১২ রান তখনও তার চোখমুখ ঠিকরে পড়ছে আত্মবিশ্বাস। এই পাঞ্জাবের বিপক্ষেই যে শারজাহতে শেল্ডন কটরেলকে তুলোধোনা করে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন তেওয়াতিয়া। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে সেরকম কিছুই করে দেখানোর জন্য বদ্ধপরিকর তেওয়াতিয়ার সামনে তখন আরেক ক্যারিবিয় পেসার ওডিন স্মিথ। যেই ভাবা, সেই কাজ। পরপর দুই বলে দারুণ দুই ছয় মেরে ছিনিয়ে আনলেন জয়; বিফলে যেতে দিলেন না শুবমন গিলের দুর্দান্ত ইনিংস। গিলের সেঞ্চুরি মিসের আক্ষেপ যেন পুষিয়ে দিলেন অবিশ্বাস্য এই ক্যামিও দিয়ে। লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পেয়েও তাই পাঞ্জাবকে মানতে হল হার। আর গুজরাট আপাতত থাকল একমাত্র অপরাজিত দল।

    বিস্তারিত আসছে…