• মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    জ্যোতিরা এবার স্বাগতিক: জেনে নিন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে, কখন, কোথায় হচ্ছে

    জ্যোতিরা এবার স্বাগতিক: জেনে নিন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে, কখন, কোথায় হচ্ছে    

    ১০ বছর পর আবারও কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। আগামী অক্টোবরে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আজ প্রকাশিত হলো সূচি। ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপ রাঙিয়ে স্মরণীয় করে রাখতে চান জ্যোতিরা।

    ‘লেট দ্য গেইম বিগিন’ বলে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরুর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দশ বছর পর কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৪ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন হয়েছিল বাংলাদেশে। 

     রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে মেয়েদের বিশ্বকাপের সূচি প্রকাশিত হয়েছে। স্বাগতিক বাংলাদেশ-সহ মোট দশ দলের অংশগ্রহণে সিলেট ও ঢাকা মিলিয়ে হবে ২৩টি ম্যাচ। 

    গ্রুপ

    গ্রুপ ‘এ’

    গ্রুপ ‘বি’

    অস্ট্রেলিয়া

    দক্ষিণ আফ্রিকা

    ভারত

    ইংল্যান্ড

    নিউজিল্যান্ড

    ওয়েস্ট ইন্ডিজ

    পাকিস্তান

    বাংলাদেশ 

    কোয়ালিফায়ার ১

    কোয়ালিফায়ার ২ 

     

    গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। গ্রুপ ‘এ’ তে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে আছে, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।  সাথে যুক্ত হবে বাছাইপর্ব উতরে আসা আরেকটি দল। 

     

    বাং;লাদেশ ফিক্সচার 

    প্রতিপক্ষ

    সময় 

    ভেন্যু

    কোয়ালিফায়ার ২

    ০৩ অক্টোবর, সন্ধ্যা ৭টা

    মিরপুর

    ইংল্যান্ড

    ০৫ অক্টোবর, সন্ধ্যা ৭টা

    মিরপুর

    ওয়েস্ট ইন্ডিজ

    ০৯ অক্টোবর, বিকাল ৩টা

    মিরপুর

    দক্ষিণ আফ্রিকা

    ১২ অক্টোবর, সন্ধ্যা ৭টা

    মিরপুর

     

    বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি


     

    প্রতিপক্ষ

    সময়

    ভেন্যু

    নিউজিল্যান্ড

    ২৮ সেপ্টেম্বর, সকাল ১০টা

    বিকেএসপি ৪

    ভারত

    ৩০ সেপ্টেম্বর, সকাল ১০টা

    বিকেএসপি ৪




     

    গ্রুপপর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। সিলেট ও ঢাকায় দুই সেমিফাইনালের পর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে মেয়েদের বিশ্বকাপের নবম আসরের। (এই ভয়েস ওভারের টাইমে আগের বিশ্বকাপের গ্লিম্পসগুলার ক্লিপ দেখাবেন)

    দেশের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের কন্ঠেও ঝরল হোম ক্রাউডের সামনে বিশ্বকাপ খেলার রোমাঞ্চ।  (জ্যোতির পার্ট এখানে দেখাবেন)