ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের
স্কোর
শ্রীলংকা ২০ ওভারে ৯৭/৭ ( শিরিবর্ধনে ৩১, জাহানারা ৩/২১)
বাংলাদেশ ২০ ওভারে ৭২ ( নিগার ২০, আতাপাত্তু ৩/১৭)
শ্রীলংকা ২৫ রানে জয়ী
প্রথম দুই ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই হারতে হয়েছিল তাদের। প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে শ্রীলংকার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের সামনে। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আবারো ব্যাটসম্যানরাই ডোবালেন সালমাদের। শ্রীলংকার কাছে ২৫ রানে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের।
টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। আগের দুই ম্যাচের মতো এবারও দলের বোলাররা দারুণ সূচনা এনে দেন। প্রথম বলে যশধা মেন্ডিসকে ফেরান জাহানারা। এরপর ডিলানি মানোদারা এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছিলেন। ৩০ রানের মাথায় ১৬ রান করা মানোদারা রান আউট হলে আবার চাপে পড়ে লংকানরা। অধিনায়ক চামারি আতাপাত্তুও ফিরেছেন ১২ রান করে।
সতীর্থদের আশা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু শশীকালা শিরিবর্ধনে। ২ চার ও ১ ছয়ে সাজানো ইনিংসে করেন ৩৩ বলে ৩১ রান। তাঁর সুবাদের মোটামুটি একটা লড়াই করার মতো স্কোর দাঁড় করায় শ্রীলংকা। শিরিবর্ধনেকে ফেরান জাহানারা। শ্রীলংকার শেষ সাত উইকেট পড়েছে ৪৮ রানে। জাহানারা নিয়েছেন ৩ উইকেট।
বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৯৮। প্রথম ওভারেই শূন্য রানে দুই উইকেট নেন প্রোবোধানি। আয়েশা রহমান ও নিগার সুলতানা কিছুটা আশা দেখাচ্ছিলেন। তাদের ২০ রানের জুটি ভাঙ্গে ১১ রান করে আয়েশা ফিরলে। এরপর নিগারকে সঙ্গ দিতে পারেননি কেউই।
২০ রান করে নিগার রান আউট হলে জয়ের শেষ আশাটাও চলে যায় বাংলাদেশের। রিতু মনির ১১ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। তিন অংক ছুঁয়েছেন দলের মাত্র তিনজন ব্যাটসম্যান। বাংলাদেশ শেষ ৮ উইকেট হারিয়েছে ৫২ রানে। শেষ পর্যন্ত ৭২ রানেই থামে বাংলাদেশের ইনিংস, ২৫ রানে হেরে সেমিতে যাওয়ার আশা শেষ হয়ে গেল সালমাদের।