• মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা

    আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রুমানা    

    বছরটা তাঁর জন্য গেছে দারুণ। বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপ জয়ে রেখেছলেন বড় অবদান। তার আগে পরেও বল হাতে আলো ছড়িয়েছেন। দুর্দান্ত সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন রুমানা আহমেদ, আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। এই প্রথম বাংলাদেশের কোনো ক্রিকেটার এই একাদশে জায়গা পেলেন।

    এই বছর বল হাতে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন রুমানা, টি-টোয়েন্টিতে মেয়েদের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে না পারলেও চার ম্যাচে রুমানা নিয়েছেন চার উইকেট। এশিয়া কাপে নিয়েছিলেন ১০ উইকেট, এর মধ্যে ফাইনালে ভারতের বিপক্ষে ২৩ রানের সঙ্গে ছিল ২ উইকেটও। নেদারল্যান্ডসে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ে ১০ উইকেট নিয়ে রেখেছেন বড় অবদান।

    রুমানা ছাড়া বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের চারজন- অ্যালিসিয়া হিলি, এলিস পেরি, অ্যাশলেই গার্ডনার ও মেগান শুট। সেমিফাইনালে খেলা ভারতের আছেন স্মৃতি মানদানা, হারমানপ্রিত কাউর, পুনম যাদব। নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন সুজি বেটস ও লেই কাসপেরেক। আর বাংলাদেশের রুমানার সঙ্গে ইংল্যান্ড থেকে আছেন নাটালি শিভের।