• মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • " />

     

    বিশ্বকাপের সেরা দলে জাহানারা

    বিশ্বকাপের সেরা দলে জাহানারা    

    চার ম্যাচের চারটিতে হেরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন জাহানারা আলম। সেই সুবাদেই আইসিসি ঘোষিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দলে এসেছে জাহানারার নামও। সেরা একাদশে অবশ্য জায়গা হয়নি, আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জাহানারা নিয়েছিলেন ২৩ রানে ৩ উইকেট, ব্যাট হাতে করেছিলেন ৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে উইকেট পাননি, রান করেছেন ১২। শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ম্যাচে পান ২১ রানে ৩ উইকেট, করেছেন ১ রান। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো উইকেট পাননি, ফিরেছেন শুন্য রানেই। সব মিলিয়ে ৬ উইকেট নেওয়া জাহানারাকে নেওয়া হয়েছে সেরা দলের দ্বাদশ ক্রিকেটার হিসেবেই।

    সেরা একাদশে আছেন তিনজন ভারতীয়, তিনজন ইংলিশ, দুইজন অস্ট্রেলিয়ান। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড থেকে আছেন একজন করে ক্রিকেটার।

    সেরা একাদশ- অ্যালিসা হিলি(অস্ট্রেলিয়া), স্মৃতি মান্ধানা (ভারত), অ্যামি জোনস (ইংল্যান্ড), হারমানপ্রিত কৌর (ভারত, অধিনায়ক), ডেন্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), জাভেরিয়া খান( পাকিস্তান), এলিস পেরি (অস্ট্রেলিয়া), লেহ কাসপেরেক (নিউজিল্যান্ড) , অ্যানা সাব্রসোউল( ইংল্যান্ড), ক্রিস্টি গোরডন(ইংল্যান্ড), পুনাম যাদব (ভারত), জাহানারা আলম (বাংলাদেশ, দ্বাদশ ক্রিকেটার)