টেস্টে বিশ্বসেরা ইয়াসির
লর্ডসে পাকিস্তানকে জিতিয়েছেন ২০ বছর পর, হয়েছেন ম্যাচসেরা। এবারও আরও একটি স্বীকৃতি মিললো ইয়াসির শাহর, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সবার ওপরে এখন তিনি। সরিয়ে দিয়েছেন চোটের কারণে লর্ডস টেস্টে খেলতে না পারা জেমস অ্যান্ডারসনকে। ১১ বছর পর এই প্রথম কোনো লেগ স্পিনার র্যাঙ্কিং শীর্ষে উঠলেন। সর্বশেষ ২০০৫ সালে উঠছিলেন শেন ওয়ার্ন। আর মুশতাক আহমেদের পর এই প্রথম কোনো পাকিস্তানি বোলার র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠলেন।
ইয়াসিরের ভেলকিতে বোকা বনেছেন ইংলিশ ব্যাটসম্যানরা, দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট। গ্যারি ব্যালান্সকে বোল্ড করা বলটাকে তো তুলনা করা হচ্ছে ২০০৫ অ্যাশেজে করা শেন ওয়ার্নের সেই 'স্ট্রাউস-বল' এর সংগেও!
ইয়াসির আবার তাড়া করছেন ১২০ বছরের পুরোনো রেকর্ড। জর্জ লোহম্যানের দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড ভেঙ্গে দিতে ইয়াসিরের হাতে আছে দুই ম্যাচ, সমান করতে তিন ম্যাচ। এখন ৮৬ উইকেট পাকিস্তানী লেগস্পিনারের, খেলেছেন ১৩ ম্যাচ। সেই রেকর্ড ভাঙ্গতে পারবেন কিনা, বলবে সময়। আপাতত ইয়াসিরের সময়টা উপভোগ করার, বোলিং আর তার স্বীকৃতি!