বিপর্যয় কাটিয়ে ছন্দে শ্রীলংকা
শ্রীলংকা বনাম অস্ট্রেলিয়াঃ ৩য় টেস্ট, প্রথম দিনের খেলা শেষে
সংক্ষিপ্ত স্কোরঃ শ্রীলংকা ২১৪/৫ (ধনঞ্জয় ডি সিলভা ১১৬*, দিনেশ চান্দিমাল ৬৪*; মিচেল স্টার্ক ৩/৪৭, নাথান লায়ন ২/৭২)
অ্যাঞ্জেলো ম্যাথিউসের টসভাগ্যের প্রশংসা করতেই হয়। দেশের মাটিতে সর্বশেষ ৭ টেস্টের ৬টিতেই টস জিতেছেন লংকান অধিনায়ক, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছেন এর ৫টিতেই। সে ধারাবাহিকতায় অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ‘হোয়াইটওয়াশ’ করার মিশনে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও টস জিতলেন ম্যাথিউসই। সেইসাথে এ সিরিজে প্রথমবারের মতো টেস্টের প্রথম দিনটা কাটলো এক দলের ব্যাটিংয়েই। শুরুর বিপর্যয় কাটিয়ে ধনঞ্জয় ডি সিলভার অভিষেক টেস্ট শতক পুঁজি করে প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২১৪ রান।
অথচ দিনের শুরুটা অন্যরকম ইঙ্গিতই দিচ্ছিল। ইনিংসের পঞ্চম ওভারে কুশল সিলভাকে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ বানিয়ে শ্রীলংকার ইনিংসে প্রথম আঘাতটা হানেন মিচেল স্টার্ক। খানিক বাদে লায়নের বল ওই স্মিথের হাতেই তুলে দিয়ে ফেরেন কুশল পেরেরাও। এরপর স্টার্ক-লায়ন মিলে পরপর ৩ ওভারে তুলে নেন আরও ৩ উইকেট। দলীয় ২৬ রানেই ৫ উইকেট নেই স্বাগতিকদের!
প্রথম সেশনেই লংকানদের গুটিয়ে যাবার শংকা যখন প্রবল, দিনেশ চান্দিমালের সাথে হাল ধরলেন ধনঞ্জয়। ব্যক্তিগত ৪ রানে তিনিও অবশ্য ফিরতে বসেছিলেন। লায়নের বল শর্ট লেগে তুলে দিয়েছিলেন। আউটের সংকেতও দিয়ে দেন আম্পায়ার সুন্দরম রাভি। তবে রিভিউ নিয়ে সে যাত্রা বেঁচে গিয়ে দিনশেষে দলের ত্রাণকর্তা তিনিই।
সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথম টেস্ট শতক তুলে নেয়ার পথে ‘জীবন’ পেয়েছেন একাধিকবার, একবার রিভিউ নিয়েও তাঁকে ফেরাতে ব্যর্থ হন স্মিথ। দিনশেষে ১১৬ রানে অপরাজিত ধনঞ্জয় ২৪০ বল খেলে ইনিংসটি সাজিয়েছেন ১৬ চারে। দিনভর তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাওয়া সহ-অধিনায়ক চান্দিমাল অপরাজিত আছেন ৬৪ রানে।