• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    সবুজ সংকেত পেয়েছেন তাসকিন-সানি

    সবুজ সংকেত পেয়েছেন তাসকিন-সানি    

    বোলিং অ্যাকশন পরীক্ষায় সবুজ সংকেত পেয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। আন্তর্জাতিক ক্রিকেটে বল করায় এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। আফগানিস্তান সিরিজেই ফিরতে পারবেন দুইজন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন দু'জন।  

    ব্রিসবেনে ৮ সেপ্টেম্বর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গিয়েছিলেন দুজন। এর পরেই দুজন আশাবাদী ছিলেন, খুব শিগগির আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র পাবেন। আইসিসি নিশ্চিত করেছে, তাসকিন-সানির বোলিং অ্যাকশন আইসিসির অনুমোদিত সীমার মধ্যেই আছে।

    তবে ভবিষ্যতেও আম্পায়াররা তাসকিন-সানির অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলতে পারবেন, যদি তাঁদের সন্দেহ হয়। 

    টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তাসকিন আহমেদ ও আরাফাত সানির অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। চেন্নাইয়ে আইসিসির নিরপেক্ষ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা করার পর দুজনকে বোলিং থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। 


    আরও পড়ুনঃ

    ক্রিকেটের 'চাকিং-রহস্য'

    তাসকিনের নিষেধাজ্ঞা এবং কিছু সওয়াল-জবাব