• ফিফা ক্লাব বিশ্বকাপ
  • " />

     

    ভুল বোঝাবুঝির কারণেই রামোসকে কার্ড দেখাননি রেফারি!

    ভুল বোঝাবুঝির কারণেই রামোসকে কার্ড দেখাননি রেফারি!    

    ক্লাব বিশ্বকাপের ফাইনালে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিন ধরেই সমালোচনার ঝড় উঠেছে। ফাউল করার পর মাদ্রিদ অধিনায়ক রামোসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাতে গিয়েও শেষ পর্যন্ত সেটা করেননি রেফারি জ্যানি সিকাজবি। এবার তিনি মুখ খুলেছেন, সহকারী রেফারির সাথে ভুল বোঝাবুঝির জন্যই ঐ ঘটনাটি ঘটেছিল।

     

    ম্যাচের তখন ৯০ মিনিট, ২-২ গোলে সমতা। কাশিমা ফুটবলার মু কানাজাকিকে পেছন থেকে ফাউল করেন মাদ্রিদ অধিনায়ক রামোস। এরপর রামোসকে কার্ড দেখানোর জন্য পকেটে হাত ঢুকান, কিন্তু শেষ পর্যন্ত সেটা করেননি রেফারি। তাঁর মতে, ভুল বোঝাবুঝির জন্যই এরকমটা হয়েছে, “এটা পুরোপুরি আমার সাথে সহকারী রেফারির ভুল বোঝাবুঝির ফল। সে আমাকে বলেছিল ওটা ফাউল, কিন্তু কার্ড দেখানোর মত না। অন্যদিকে আমি ভেবেছিলাম কার্ড দেখানো যাবে! এটাই আর কী, পুরোটাই ভুল বোঝাবুঝি।”

     

    গুরুত্বপূর্ণ এরকম সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় গতকাল কাশিমার কোচ মাসাতাদা ইশি বলেছিলেন, রেফারি সেদিন যথেষ্ট ‘সাহসী’ ছিলেন না। দলের অন্য ফুটবলাররাও ক্ষেপে গিয়েছিলেন রেফারির ওপর।