জোকোভিচের পর মারেরও বিদায়
তিনদিন আগেই অখ্যাত ডেনিস ইস্তোমিনের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন টেনিস র্যাঙ্কিংয়ের দুই নাম্বার বাছাই নোভাক জোকোভিচ। এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিতে হলো র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা 'স্যার' অ্যান্ডি মারেকে। চতুর্থ রাউন্ডে তাঁকে ৭-৫, ৫-৭, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন জার্মানির মিশা জেভেরেভ।
র্যাঙ্কিংয়ের ৫০ নাম্বারে থাকা জেভেরেভ এরকম কিছু করে ফেলবেন, এটা হয়তো রড লেভার অ্যারেনার কেউই ভাবেননি। ম্যাচের প্রথম সেট জিতেই বুঝিয়ে দেন, এ যাত্রায় খুব একটা সহজে পার পাচ্ছেন না মারে। পরের সেটে অবশ্য ঘুরে দাঁড়ান মারে। তবে পরের দুই সেটে একেবারেই পাত্তা পাননি জেভেরেভের কাছে।
২০০৯ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিলেন মারে। এছাড়া ২০০৬ সালের পর র্যাঙ্কিংয়ের এত নীচে থাকা কারো কাছে হেরে গিয়েছেন। জোকভিচ এবং মারের বিদায়ের ফলে ২০০৪ সালের পর আবারো কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনাল হবে শীর্ষ দুই বাছাই ছাড়াই। শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে এরকম ঘটেছিল ২০০২ সালে।