শারজিল-লতিফের বিরুদ্ধে চার্জশীট গঠন
স্পট ফিক্সিংয়ের অভিযোগে আগেই সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। এবার তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে ‘অ্যান্টি করাপশন আইন’ ভঙ্গের অভিযোগে চার্জশীট গঠন করা হয়েছে।
পিসিবির আইনজীবী তোফাজ্জল রিজভি জানিয়েছেন, শারজিল ও লতিফ ৫ টি ধারা ভঙ্গ করেছেন, “তাঁদের দুজনকেই আইনি নোটিশ পাঠানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। আগামী ১৪ দিনের মাঝে এটার জবাব দিতে হবে। ‘অ্যান্টি করাপশন আইননের’ ২.১.১, ২.১.২, ২.১.৩, ২.৪.৪ এবং ২.৪.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। লতিফ ২.১.৪ ধারাও ভেঙেছেন।"
গত তিনদিন ধরে লাহোরে অবস্থান করছে দুজন। পিসিবির নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে। তবে নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করেছেন দুজনই। এই নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও আভাস দিয়েছে। সামনের মাসেই হয়তো ট্রায়াল কোর্টে তাঁদের মামলার শুনানি শুরু হবে।
পিএসএল শুরুর পর থেকেই ফিক্সিংয়ের কালো ছায়া নেমে এসেছে পাকিস্তান ক্রিকেটের ওপর। শারজিল-লতিফের নিষেধাজ্ঞার পর জিজ্ঞাসাবাদ করা হয় আরও তিন পাকিস্তানি ক্রিকেটারকে। পরবর্তীতে নিষিদ্ধ হন নাসির জামশেদও। সাবেক পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছিলেন, এসবের জন্য পিসিবিই দায়ী। অন্যদিকে শহীদ আফ্রিদি সব ফিক্সারদের আজীবন নিষিদ্ধের প্রস্তাবও তুলেছিলেন। পিসিবি থেকে বরাবরই বলা হচ্ছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকেই ব্যাপারগুলো সামলানোর চেষ্টা করছেন তারা।