• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'কোহলির মন্তব্য সঠিক নয়'

    'কোহলির মন্তব্য সঠিক নয়'    

    কোহলি-স্মিথ দ্বন্দ্ব নিয়ে বেঙ্গালুরু টেস্টের পর কম বিতর্ক হয়নি। এতদিন অবশ্য এসব নিয়ে মুখে কুলুপ এটেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। রাঁচি টেস্টের আগে শেষ পর্যন্ত মুখ খুললেন স্মিথ, জানালেন কোহলির ওই মন্তব্য একেবারেই সঠিক ছিল না।

     

    আগের টেস্টে আউট হওয়ার পর ড্রেসিংরুমের সাহায্য নিয়ে রিভিউ নিতে চেয়েছিলেন। স্মিথের ওই কাণ্ডে মোটেও খুশি হতে পারেননি কোহলি, সংবাদ সম্মেলনে বলেছিলেন, এরকম ঘটনা আগেও ঘটেছে। এসব নিয়ে দুই দেশের মাঝে কাঁদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ামিচেল জনসন ছিলেন স্মিথের পক্ষেই, অন্যদিকে আরেক অজি ক্রিকেটার হেইডেন ছিলেন কোহলির দিকে। যাকে নিয়ে এত কথা, সেই স্মিথ বলেছেন, কোহলির মন্তব্য দুঃখজনক, “ব্যাপারটা নিয়ে কোহলির মন্তব্য খুবই দুঃখজনক ছিল। আমি জানি দোষটা আমার, এটা আমি নিজেই স্বীকার করেছিলাম। কিন্তু ওরকম ঘটনা সেবারই প্রথম ঘটেছিল। দল হিসেবেও আমরা আগে কখনো এরকম করিনি। তবে ওটা তাঁর নিজস্ব মতামত। আমাদের দৃষ্টিতে তাঁর কথাটা পুরোপুরি ভুল।”

     

     

    দুই অধিনায়কের তর্ক নিয়ে আইসিসি কোনো ব্যবস্থা না নিলেও ইয়ান চ্যাপেল বলেছেন, এসব ঘটনা ক্রিকেটের জন্য খুব একটা শুভ নয়। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিও আইসিসির এরকম চুপ থাকা নিয়ে অবাক। তবে এতকিছুর পড়েও কোহলি কিন্তু নিজের ওই কথায় অটল আছেন, “আমি তখন যা বলেছিলাম এখনো সেটাই বলব। তবে  আমাদের সবার উচিত এসব ভুলে সামনের দিকে তাকানো। টেস্ট সিরিজের দিকে মনোযোগ দিতে চাই। অস্ট্রেলিয়াও একই কাজ করবে বলে আমার ধারণা।”