• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'বোর্ডের সঙ্গে ঝামেলা খেলার ওপর প্রভাব ফেলবে না'

    'বোর্ডের সঙ্গে ঝামেলা খেলার ওপর প্রভাব ফেলবে না'    

    বোর্ডের সাথে চুক্তি নিয়ে দ্বন্দ্বটা বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছে। এর মাঝে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অজি ক্রিকেটারদের অনেকেই বক্তব্য দিয়েছেন চুক্তি নবায়নের ব্যাপারে। এবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্কাস স্টোয়নিস বলছেন, চুক্তি সংক্রান্ত জটিলতা চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া দলের খেলার ওপর কোনো প্রভাব ফেলবে না।

    স্টোয়নিস বলছেন, চুক্তির ব্যাপারটা মাঠের বাইরে রেখেই খেলতে নামবেন তাঁরা, “চুক্তি নবায়নের সময় আসলে এরকম হয়। এটা নিয়ে অনেক কথাই হয়েছে। আমরা ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সাথে কথা চালিয়ে যাচ্ছি। আশা করি এটা ধর্মঘটের পর্যায়ে পৌঁছাবে না। আর চ্যাম্পিয়নস ট্রফিতে এসবের প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। আমরা সবকিছু মাঠের বাইরে রেখে খেলতে নামব। টুর্নামেন্ট জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।”

     

    নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ইনিংসের পর থেকে তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে বড় কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। স্টোয়নিস এই সুযোগটা কাজে লাগাতে চান, “ইনজুরির কারণে আমার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত দলে ফিরেছি। এটাকে কাজে লাগাতে চাই। এরকম সুযোগ বারবার নাও আসতে পারে।”