চ্যাম্পিয়নস ট্রফির জন্য মুখিয়ে আছেন ডি ভিলিয়ার্স
টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন ছিল তাঁর দল। এরপর চ্যাম্পিয়নস ট্রফির পরের ছয় আসরে খুব একটা সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন, এই ট্রফি জেতা হবে তাঁর জন্য অনেক বেশি গর্বের।
ডি ভিলিয়ার্স মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার রাস্তাটা সহজ হবে না, “ক্রিকেট বিশ্বের শীর্ষ আট দল নামছে এই টুর্নামেন্টে। আমরা জানি ফাইনালে ওঠার জন্য কঠিন রাস্তা পাড়ি দিতে হবে। এই ট্রফিটা জেতাটা অনেক বেশি গর্বের বিষয়। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে আছি।”
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে প্রোটিয়ারা। ম্যাচের দুদিন আগে ম্যানচেস্টারে বোমা হামলায় আইসিসির মতো খানিকটা উদ্বিগ্ন ছিলেন ডি ভিলিয়ার্সও। তবে সবকিছু ভুলে এই সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে চান, “টুর্নামেন্টের আগে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলতে পারা দারুণ ব্যাপার। আমরা এই সিরিজে ভালো করেই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করতে চাই। এখানে আত্মবিশ্বাস বাড়াতে পারলে তখন আমরা যে কাউকেই হারানোর মতো অবস্থায় চলে যাবো।”