'শিরোপা জিতলে বোর্ডের সাথে আলোচনায় বাড়তি শক্তি পাব'
বোর্ডের সাথে চুক্তির জটিলতা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ ড্যারেন লেমান মন্তব্য করেছেন আগেই। সাবেক ক্রিকেটাররাও বাদ যাননি। তবে এতকিছুর মাঝে মুখে কুলুপ এঁটে ছিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এবার স্মিথ বলছেন, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয় বোর্ডের সাথে আলোচনায় তাঁদের বাড়তি শক্তি জোগাবে।
সবকিছু খুব দ্রুতই সমাধান হবে বলে আশা করছেন স্মিথ, “ যদি আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতি তাহলে সেটা দারুণ হবে। বোর্ডের সাথে ক্রিকেটারদের আলোচনার সময় এটা আমাদের কিছুটা হলেও বাড়তি সুবিধা দেবে। ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁদের সর্বোচ্চ চেষ্টা করছে ব্যাপারটা সমাধান করার। আমরা সবাই এটাই চাইছি।”
ডেভিড ওয়ার্নার বলেছিলেন, আগামী অ্যাশেজে ধর্মঘট ডাকতে পারে অস্ট্রেলিয়া দল। তবে এরকম কিছুই হবে না বলেই জানালেন স্মিথ, “ ওয়ার্নারের ওই মন্তব্য শুনেছি। এরকম কিছুই হবে না। আমরা অ্যাশেজ খেলতে চাই। তবে বোর্ডের সাথে সমঝোতাটা যত দ্রুত হবে ততোই সবার জন্য মঙ্গল।”