চুক্তি মনমতো না হলে খেলবেন না ওয়ার্নাররা
‘চুক্তি না হলে অ্যাশেজ সিরিজ বয়কট করবেন’, তাঁর এরকম মন্তব্য নিয়ে কম কথা হয়নি। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের এই ‘হুমকিকে’ অবশ্য খুব একটা আমলে নেননি সাবেক অজি ক্রিকেটাররা। স্বয়ং স্মিথও বলেছেন, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে চ্যাম্পিয়নস ট্রফি চলার সময় ওয়ার্নার আবারো বললেন, চুক্তি সংক্রান্ত ঝামেলা না মিটলে ‘ধর্মঘট’ ডাকবে ক্রিকেটাররা।
এই মাসের ৩০ তারিখে শেষ হচ্ছে বর্তমান চুক্তির মেয়াদ। এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন চুক্তির ব্যাপারে ক্রিকেটারদের সাথে সমঝোতায় আসতে পারেনি। ওয়ার্নার স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ‘বেকার’ হয়ে গেলে মাঠে নামবেন না তাঁরা, “যদি চুক্তি আমাদের মনমতো না হয় তাহলে আমরা খেলব না। আমরা তো তখন ‘বেকার’ হয়ে যাব! আশা করি বোর্ড এই ব্যাপারটা গুরুত্বের সাথেই দেখবে এবং একটা মতৈক্যে আসবে। তবে এখন পর্যন্ত তাঁদের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। সব খবর তো আমরা সংবাদমাধ্যম থেকেই পাই।”
চুক্তি সংক্রান্ত জটিলতায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওপর পূর্ণ আস্থা রাখছেন ওয়ার্নার, “ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের জন্য দিনরাত কাজ করছে। তাঁদের ওপর আস্থা রাখছি। তবে এসব ব্যাপার চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো প্রভাব ফেলবে না। আমরা দেশের হয়ে খেলতে এসেছি। এখানেই মনোযোগটা রাখতে চাই।”