• " />

     

    সাঙ্গাকারার সেঞ্চুরির 'সেঞ্চুরি'

    সাঙ্গাকারার সেঞ্চুরির 'সেঞ্চুরি'    

    রেকর্ডটা হতে পারত এক ম্যাচ আগেই। এসেক্সের বিপক্ষে সেদিন মাত্র ১৬ রানের জন্য টানা ষষ্ঠ সেঞ্চুরি মিস করার পাশাপাশি ছুঁতে পারেননি শততম সেঞ্চুরিও। ইয়র্কশায়ারের বিপক্ষে সেই আক্ষেপটা ঘুচল। ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির ‘সেঞ্চুরি’ করলেন কুমার সাঙ্গাকারা।

    এবারের মৌসুমটা স্বপ্নের মতো কাটছে সাঙ্গাকারার। শুরু থেকেই রানের বন্যা বইয়েছেন। টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ডবুকেও নাম উঠেছে। ইয়র্কশায়ারের বিপক্ষে শুরুতে কিছুটা সাবধানী থাকলেও ধীরে ধীরে হাত খুলেছেন। ৬১ বলে তুলে নেন ফিফটি, ১০৭ বলের সময় চার মেরেই পূরণ করেন সেঞ্চুরি। এই সেঞ্চুরি তাঁকে পৌঁছে দিয়েছে অন্য এক উচ্চতায়। ৩৭ তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০০ টি সেঞ্চুরি করলেন সাবেক লংকান ব্যাটসম্যান।

    প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির 'সেঞ্চুরি' করাদের তালিকায় আছে স্যার ডন ব্র্যাডম্যান( ১১৭ সেঞ্চুরি), শচীন টেন্ডুলকার( ১৪২ সেঞ্চুরি), ডব্লিউ জি গ্রেস( ১২৪ সেঞ্চুরি), রিকি পন্টিংদের(১১৬ সেঞ্চুরি) মতো ক্রিকেটারদের নাম। সবার ওপরে অবশ্য ইংলিশ কিংবদন্তি জ্যাক হবস। অবিশ্বাস্য ১৯৯ বার তিন অংকের দেখা পাওয়া হবসের কীর্তিটা আজও স্পর্শ করতে পারেননি কেউই।

    এই মৌসুম শেষেই প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণাটা আগেই দিয়েছেন। সাঙ্গাকারা বলছেন, সারের হয়ে সময়টা প্রাণ ভরে উপভোগ করছেন, “আমি সময়টাকে উপভোগ করছি। কোনো দুশ্চিন্তা নেই, কোনো চাপ নেই। খেলার মাঝে যথেষ্ট বিশ্রামও পাচ্ছি। সারের হয়ে খেলতে পারাটা দারুণ ব্যাপার। এখানকার সবাই আপনাকে অনেক সহায়তা করবে সব ব্যাপারে। ক্লাবের সুযোগ সুবিধাও দুর্দান্ত। নিজের শেষ মৌসুমটা এভাবেই কাটিয়ে দিতে চাই।”