পছন্দের পিচে 'আত্মবিশ্বাসী' কোহলি
শ্রীলংকার কাছে অপ্রত্যাশিত সেই পরাজয়ের পর বেশ চাপেই ছিল দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে অবশ্য হেসেখেলেই জয় পেয়েছে কোহলির ভারত। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পাচ্ছেন কোহলি। কোহলি জানালেন, সেমিতে জয়ের ব্যাপারে তাঁর দল যথেষ্ট আত্মবিশ্বাসী।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে ১২৪ রানের বড় জয় এসেছিল। সেমিফাইনালে সেই এজবাস্টনেই মাশরাফি-সাকিবদের মুখোমুখি হবে ভারত। কোহলি বলছেন, এই মাঠের পিচ তাদের খেলার ধরনের সাথে মিলে যায়, “আমরা বার্মিংহামে আগেও খেলেছি। টুর্নামেন্টের প্রথম ম্যাচটাও এখানে জিতেছি। এখানকার পিচ আমার বেশ পছন্দের। এটা আমাদের খেলার ধরনের সাথেও মিলে যায়। সেমিফাইনালের আগে নিজেদের প্রস্তুত করতে চাই, ভুলগুলো শুধরে নেওয়ার এটাই সময়। আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। তবে আমরা ইতিবাচক ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী।”
এবারের সেমিফাইনালে উঠেছে উপমহাদেশের তিনটি দল। কোহলি বলছেন, ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার ফলেই এই সাফল্য এসেছে, “আমরা এখন অনেক বেশি সীমিত ওভারের ক্রিকেট খেলি। এজন্যই হয়তো কঠিন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে ক্রিকেটারদের। কিছু দল হয়তো বিশেষ মুহূর্তে ভালো পারফর্ম করে প্রতিপক্ষকে চমকে দিয়েছে। আমরাও গত ৩ বছরে অনেক উন্নতি করেছি। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ হবে। এরকম পারফরম্যান্স আমাদের ভালো কিছু করার আশা যোগাচ্ছে।”