বাজে ফিল্ডিংকেই দুষলেন ম্যাথিউস
চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছিল দলকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলছেন, বাজে ফিল্ডিংয়ের কারণেই দলের এরকম পরাজয়।
দলের ফিল্ডিংয়ে রীতিমত হতাশ ম্যাথিউস, “বোলার ও ফিল্ডাররাই আমাদের পরাজয়ের কারণ। আমরা গুরুত্বপূর্ণ সময়ে সহজ ক্যাচ ছেড়েছি। বেশি কিছু বলতে চাই না এসব ব্যাপারে। এভাবে ক্যাচ ছাড়লে ম্যাচ জয়ের আশা করা ঠিক না। এই পিচে ৩১৬ রান যথেষ্টই ছিল। বোলাররা একেবারেই সাদামাটা পারফর্ম করেছে। তবে সবচেয়ে বেশি হতাশ করেছে দলের ফিল্ডিং।”
ম্যাচের দুদিন আগেই দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী। সলোমন মিরের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২ ওভার হাতে রেখেই জয় পায় জিম্বাবুয়ে। ৩১৭ তাড়া করতে নেমে দুবার জীবন পেয়েছেন মিরে। ১৭ রানে তাঁর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক ডিকওয়েলা। ৯৪ রানের সময় মিরের সহজ ক্যাচ ছাড়েন মালিঙ্গা। এদিকে উইলিয়ামসের ক্যাচ ফেলেছেন গুনাথিলাকা। ম্যাথিউস মনে করেন, ওই মুহূর্তের চাপের কারণেই এরকম হয়েছে, “মাঝে মাঝে ক্রিকেটাররা চাপের মাঝে থাকেন। ওই সময় ক্যাচ এলে সেটা মিস হয়ে যায় অনেক সময়েই। কিন্তু চাপ নিয়েই খেলতে হবে। প্রতিদিনই চাপের মুখোমুখি হতে হয় আমাদের। আমরা অনুশীলনে ভালো পরিশ্রম করি এসব নিয়ে। তবুও আমাদের সেরা ফিল্ডারদের এরকম ক্যাচ মিসের মহড়া দেখে হতাশ লাগে। এখন পরের ম্যাচে যেন এরকম না হয় সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”