• বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • " />

     

    স্মিথকে আরও সরব হতে বললেন ক্লার্ক

    স্মিথকে আরও সরব হতে বললেন ক্লার্ক    

    বোর্ডের সাথে চুক্তি নিয়ে গত দুই মাসে কম আলোচনা হয়নি। সাবেক ক্রিকেটারদের প্রায় সবাই এই সময়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাশেই ছিলেনদিন যত যাচ্ছে, দুই পক্ষের টানাপোড়নটাও বাড়ছে। এরকম অবস্থায় সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, এই পরিস্থিতিতে বর্তমান অধিনায়ক স্মিথের আরও বেশি সরব হওয়া উচিত।

    চুক্তি সংক্রান্ত ব্যাপারে শুরু থেকেই খুব একটা মুখ খোলেননি স্মিথ। মাঝে একবার বলেছিলেন, খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন। যদিও দলের অন্য ক্রিকেটাররা প্রতিনিয়তই এ নিয়ে কথা বলছেন। ক্লার্কের মতে, স্মিথকেও অন্যদের মতো এগিয়ে আসতে হবে, “অধিনায়ক যখন অনেক বিষয়ে কথা বলেন তখন সেটাকে ভালো চোখে দেখা হয় না। সবাই ভাবে, অধিনায়কের কাজ হচ্ছে শুধু মাঠের বিষয়গুলো দেখা। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে, একজন অধিনায়ক মাঠের ভেতর বাহির দুদিকেই সমানভাবে ভূমিকা রাখবে। স্মিথ খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই বুঝতে পারছি। সে হয়তো ভাবছে, ব্যাপারটা ক্রিকেট অ্যাসোসিয়েশন দেখুক। কিন্তু অন্য ক্রিকেটারদের মতো তাঁকেও কথা বলতে হবে। বরং অধিনায়ক হিসাবে তাঁকে তো আরও বেশি সরব হতে হবে এই ব্যাপারে।”

     

     

    কয়েক সপ্তাহ আগে বাতিল হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরআসন্ন বাংলাদেশ সফর নিয়েও দেখা দিয়েছে জটিলতা। ক্লার্ক বলছেন, এসব অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অশনি সংকেত, “এটা আমাদের ক্রিকেটের জন্য ভয়াবহ একটা ব্যাপার। এরই মাঝে বোর্ড ও ক্রিকেটারদের সম্পর্ক খারাপ হয়েছে। একজন সাবেক ক্রিকেটার হিসাবে আমি ক্রিকেটারদের কষ্টটা বুঝি, তাঁদের পক্ষেই আছি। দুই বছর আগেও তো তাঁদের কাতারেই ছিলাম। কিন্তু বোর্ডের ব্যাপারটা বুঝি। এজন্যই শুরু থেকেই বলে আসছি, যা আলোচনা হবে সেটা গোপনে হওয়া উচিত ছিল। সবার সামনে এরকম টানাপোড়ন কোনো ভালো সংকেত দিচ্ছে না।”