• ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
  • " />

     

    'সিপিএলে খেলাটা অনেক বেশি উপভোগ করি'

    'সিপিএলে খেলাটা অনেক বেশি উপভোগ করি'    

    ২০১৩ সালে বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। ৩ বছর বিরতির পর ২০১৬ সালে আবারো সিপিএলে খেলতে যান সাকিব। সেবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নেমেছিলেন। এবারো একই দলের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব। সাকিব জানিয়েছেন, সিপিএলে খেলাটা অনেক বেশি উপভোগ করেন।

     

    সাকিব বলছেন, সিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে গেলে নতুন অভিজ্ঞতা হয়, “প্রতিটি টুর্নমেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা থাকে। মজা থাকে, রোমাঞ্চ থাকে। গত ১০-১৫ বছর ধরে ক্রিকেটই খেলছি। যেখানেই খেলি মজাই লাগে। মজার কারণেই খেলে যাচ্ছি। আইপিএলে হয় কী, সেখানে প্রতি দলে ১০ জন বিদেশি খেলোয়াড় থাকে। এ কারণে সেখানে প্রতিযোগিতাটা বেশি। যেকোনো চারজন খেলবে, ভালো খেলেও পরের ম্যাচে কম্বিনেশনের কারণে খেলা যায় না। সিপিএল বা পিএসএলে যেটা হয়, চারজন মোটামুটি ফিক্সডই থাকে। খুব বেশি প্রয়োজন না হলে তারা পরিবর্তন করে না। এ ছাড়া আর কোনো পার্থক্য আমি দেখি না। সব জায়গায় পরিবেশ এবং খেলার কোয়ালিটিই ভালো।”

     

     

     

    আইপিএলে খেলেছেন, বিগ ব্যাশেও খেলা হয়েছে। সাকিব অবশ্য সিপিএলেই সবচেয়ে বেশি উপভোগ করেন, “উপভোগের সুযোগটা সব জায়গায়ই থাকে। খেললে ভালো খেলার প্রতিযোগিতা থাকে, এটা একটা এনজয় করার ব্যাপার। না খেললে খেলার জন্য অপেক্ষা থাকে। সেটা এক রকম ব্যাপার। অন্য টুর্নামেন্টের চেয়ে সিপিএলের পরিবেশ অন্য রকম। খেলার সিরিয়াসনেসটা মাঠেই বেশি। মাঠের বাইরে তেমন কোনো ব্যাপার নেই। জায়গাগুলো খুব সুন্দর। সবাই রিলাক্স থাকতে পছন্দ করে। সে দিক থেকে বলতে গেলে অনেক বেশি এনজয় করি।”

    সাকিবের পাশাপাশি এবার সিপিএলে খেলতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজও। সাকিব মনে করেন, দুজন আরও বেশিদিন ওখানে খেলতে পারলে মন্দ হতো না, “আমি তো শিউর যে, এ বছর যদি পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ থাকতো, তাহলে আরো দুই একজন যেতে পারতো। দুই একজনের নামও বলাবলি হচ্ছিলো। কিন্তু আমাদের তো খেলা আছে। টাইমিং ফিক্সড থাকে না। অন্যান্য টিমগুলোর জন্য আমাদেরকে নিতে ঝামেলা হয়ে যায়। কারণ পরে যদি বলা হয়, টিম আসবে, আমাদের ফিরতে হবে।”