• ইউএস ওপেন
  • " />

     

    নাদালের সঙ্গে দেখা হলো না ফেদেরারের

    নাদালের সঙ্গে দেখা হলো না ফেদেরারের    

    আগেই সেমিতে উঠেছেন রাফায়েল নাদাল। এই ম্যাচ জিতলে তার প্রতিপক্ষ হতেন ফেদেরার। ফ্ল্যাশিং মিডোতে হয়তো হতে পারত আরেকটি মহাকাব্যিক ম্যাচ। কিন্তু সেই আশায় গুড়েবালি। হুয়ান মার্টিন  দেল পোত্রোর কাছে হেরে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন ফেদেরার। 

     

    প্রথম সেটে হেরে শুরুতেই চাপে পড়েন ফেদেরার। ৭-৫ গেমে সেট জিতে দেল পোত্রো জানান দেন, লড়াইটা সমানে সমানেই হবে। পরের সেটেই অবশ্য ঘুরে দাঁড়ান ফেডেক্স। ৬-৩ গেমে দাপটের সাথেই জিতে নেন দ্বিতীয় সেট, ম্যাচে ফেরে সমতা।

     

     

     

    তৃতীয় সেটটা গড়িয়েছে ট্রাইবেকার পর্যন্ত। প্রথমে ৩-০ তে এগিয়ে গিয়েছিলেন দেল পোত্রো, এরপর আবারো ঘুরে দাঁড়ান ফেদেরার। পরে ৬-৬ হওয়ার পর ট্রাইব্রেকে ১০-৮ এ জেতেন ২০০৯ এ ইউএস ওপেন জয়ী এই আর্জেন্টাইন। চতুর্থ সেটে গিয়ে অনেকটা সহজেই ফেদেরারকে ধরাশায়ী করেন এই তিনি, ৬-৪ এ সেট জিতে নিশ্চিত করেন সেমিও।

    আট  বছর আগে এই ফেদেরারকে হারিয়েই শিরোপা জিতেছিলেন দেল পোত্রো। ২০১৩ উইম্বলডনের পর আবারো সেমিতে উঠলেন তিনি।