• ইউএস ওপেন
  • " />

     

    ইউএস ওপেন শিরোপা নাদালের

    ইউএস ওপেন শিরোপা নাদালের    

    প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসনের এটা প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে। অন্যদিকে নিজের ২৩ তম ফাইনাল খেলতে নামা রাফায়েল নাদাল খানিকটা এগিয়ে থাকবেন, সেটা কমবেশি সবাই আঁচ করতে পেরেছিলেন। তবে ম্যাচটা এমন একপেশে হবে সেটা হয়তো খোদ নাদালও ভাবেননি। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে নিজের তৃতীয় ইউএস ওপেন শিরোপা জিতে নিলেন রাফা।

     

    ইনজুরিটা বেশ কয়েক বছর ধরেই ভোগাচ্ছে। ২০১৫, ২০১৬ দুই বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। অনেকে তাই নাদালের শেষটাও দেখে ফেলেছিলেন। কিন্তু বরাবরের মতোই ঘুরে দাঁড়িয়েছেন, উঠেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। তবে রজার ফেদেরারের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। নিজের প্রিয় ফ্রেঞ্চ ওপেনে অবশ্য জিতেছেন রেকর্ড ১০ম শিরোপা।

     

    ইউএস ওপেনেও শুরু থেকে দুর্দান্ত খেলেছেন। ফাইনালেও সেটার ব্যতিক্রম হয়নি। অ্যান্ডারসনের সাথে আগের চারবারের দেখায় প্রতিবারই জিতেছেন নাদাল। এবারো তার সামনে পাত্তায় পাননি অ্যান্ডারসন। পুরো ম্যাচে সার্ভে হারিয়েছে মাত্র ১৫ পয়েন্ট, প্রতিপক্ষকে নিতে দেননি একটিও ব্রেক পয়েন্ট। ফ্ল্যাসিং মিডোতে সরাসরি সেটে জিতেই ২০১৩ সালের পর ইউএস ওপেনের শিরোপা জিতলেন, জিতলেন নিজের ১৬ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও। 

     

     

    ২০১৩ সালের পর আবারো বছরে দুটি শিরোপা জিতলেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নাদাল। তার সামনে আছেন শুধু ফেদেরার, ১৯ শিরোপা নিয়ে সবার ওপরে আছেন তিনিই।