• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    শেষ দুই ম্যাচেও নেই ধাওয়ান

    শেষ দুই ম্যাচেও নেই ধাওয়ান    

    স্ত্রীর অসুস্থতার কারণে তাঁর পাশেই থাকতে চেয়েছিলেন। বোর্ডকে অনুরোধ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে দলের বাইরে ছিলেন শিখর ধাওয়ান। তিন ম্যাচ জিতে এরই মাঝে সিরিজ নিশ্চিত করেছে ভারত। শেষ দুই ওয়ানডের জন্য ঘোষিত দলেও থাকছেন না ধাওয়ান।

    শ্রীলংকা সফরের আগে ১৪ ইনিংসে করেছিলেন দুই সেঞ্চুরি ও চার ফিফটি। দারুণ ফর্মে থাকা ধাওয়ান অবশ্য শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি খেলতে পারেননি। মায়ের অসুস্থতার জন্য আগেভাগেই দেশে ফিরেছিলেন।

    ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেই ফেরার কথা ছিল ধাওয়ানের। কিন্তু সিরিজের কিছুদিন আগে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে নিজেই প্রথম তিন ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। দুদিন আগেই অপারেশন হয়েছে স্ত্রীর। শেষ দুই ওয়ানডেতে ফেরার আশা থাকলেও শেষ পর্যন্ত দলে নেই ধাওয়ান। 

    এদিকে ইনজুরির কারণে সিরিজের আগ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন আক্সার প্যাটেল। তাঁর জায়গায় দলে ঢুকেছিলেন জাদেজা। সুস্থ হওয়ায় দলে ফিরেছেন প্যাটেল, বাদ পড়েছেন জাদেজা।