• ভারত -শ্রীলংকা সিরিজ
  • " />

     

    বিয়ের জন্য টেস্টে থাকবেন না ভুবনেশ্বর

    বিয়ের জন্য টেস্টে থাকবেন না ভুবনেশ্বর    

    কলকাতা টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের জন্য প্রথম টেস্টের ম্যাচসেরাও হয়েছেন ভুবনেশ্বর কুমার। কিন্তু শ্রীলংকার বিপক্ষে সিরিজের পরের দুই টেস্টে খেলবেন না এই ভারতীয় পেসার। না খেলার কারণটা অবশ্য পুরোপুরি ব্যক্তিগত। বিয়ের পিঁড়িতে বসার জন্যই ভুবনেশ্বর নিজেকে সরিয়ে নিয়েছেন টেস্ট স্কোয়াড থেকে।

     

     

     

    গতকাল ম্যাচ শেষে সতীর্থ শিখর ধাওয়ান ভুবনেশ্বরকে সাথে নিয়ে ইন্সটাগ্রামে জানান, আগামী ২৩ নভেম্বর বিয়ে করছেন ভুবনেশ্বর। বিয়ের ব্যাপারে তাঁর ‘অনুভূতি’ কী, সেটাও তাকে জিজ্ঞাসা করেন ধাওয়ান, “আমাদের আরেকজন বন্ধু বিয়ে করতে যাচ্ছে, এই ব্যাপারে তাঁর অনুভূতি কী চলুন তাঁকেই জিজ্ঞাসা করি!” জবাবে ভুবনেশ্বর বলেছেন, “জাতীয় দলে খেলার মতো উচ্ছ্বাস তো হচ্ছে না। সব প্রস্তুতি পরিবারের সবাই মিলে সম্পন্ন করেছে। আমি শুধু বিয়েটাই করতে যাচ্ছি!”

     

    ভুবনেশ্বরের মতো দ্বিতীয় টেস্টে থাকছেন না ধাওয়ানও। স্ত্রীর অসুস্থতার জন্য আগেও স্বেচ্ছায় দলের বাইরে ছিলেন। তৃতীয় টেস্টেই অবশ্য ফিরবেন তিনি। ভুবনেশ্বর ও ধাওয়ানের পরিবর্তে দলে ঢুকেছেন বিজয় শঙ্কর ও মুরালি বিজয়। 'এ' দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন শঙ্কর।