• নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হলেন হোল্ডার

    দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হলেন হোল্ডার    

    দল হেরেছে ইনিংস ব্যবধানে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের হতাশার পর আরেকটি দুঃসংবাদ পেলো ওয়েস্ট ইন্ডিজ। স্লো ওভার রেটের কারণে হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ থাকবেন ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার।

     

    ওয়েলিংটন টেস্টে স্লো ওভার রেটের জন্য নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হচ্ছে হোল্ডারকে। ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। দলের অন্যরাও নিজেদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দেবেন।

     

     

     

    এই নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হচ্ছে হোল্ডারকে। ২০১৫ সালে শ্রীলংকার বিপক্ষে স্লো ওভার রেটের কারণে এক ওয়ানডেতে নিষিদ্ধ হন। ওই বছরের জানুয়ারিতে একই কারণে জরিমানা গুণতে হয়েছিল তাঁকে। নিষিদ্ধ হওয়ার এক মাস পরে আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভার রেটের কারণে জরিমানা গুনেছেন হোল্ডার।

     

    এই বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছিল হোল্ডারকে। ওয়েলিংটন টেস্ট ওভার রেট কম থাকায় জরিমানার পাশাপাশি তাই নিষেধাজ্ঞাও নেমে এলো তাঁর ওপর।