৬৯ রানেই শেষ পাকিস্তানের বিশ্বকাপ
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯ ২৭২/৯ (৫০ ওভার) (গিল ১০২*, মুসা ৪/৬৭)
পাকিস্তান ৬৯ (২৯.৩ ওভার) ( নাজির ১৮, পোরেল ৪/১৭)
ফলাফল- ভারত ২০৩ রানে জয়ী
‘বড়দের’ বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ‘ছোটদের’ বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খালি হাতেই ফিরতে হচ্ছে পাকিস্তানকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে ভারতের কাছে ২০৩ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হল তাঁদের।
২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় হাসান খানের দল। ঈশান পোরেলের বলে মারতে গিয়ে শিভাম মাভির হাতে তালুবন্দি হন জাইদ আলম। ব্যাটিং বিপর্যয়ের সেই শুরু। পরের ২৫ ওভারে শুধু ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল।
রোহাল নাজির, সাদ খান ও মোহাম্মদ মুসা, তিন অংক ছুঁতে পেরেছেন পাকিস্তানের এই ৩ জনই। পোরেল- রিয়ান পরাগদের বল খেলার কোনো উপায় খুঁজে বের করতে পারেনি প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। ফিল্ডিংয়েও ভারত ছিল দুর্দান্ত। ২৯ ওভার ব্যাট করে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে তাঁদের সর্বনিম্ন স্কোর।
দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের অসাধারণ এক সেঞ্চুরিতে ২৭২ রানের স্কোর দাড় করায় ভারত। সব মিলিয়ে এই বিশ্বকাপে তাঁর রান দাঁড়ালো ৩৪১, ফিফটি করেছেন ৩ টি, গড় ।
পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠল ভারত। আগামী ৩ ফেব্রুয়ারির ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।