৬ষ্ঠ হয়েই শেষ সাইফদের বিশ্বকাপ
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১৭৮ (৪১.৪ ওভারে) ( আফিফ ৬৩, জোনস ৫/৩২)
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ১৮০/২ (৩৮.৩ ওভারে) ( টোন্ডার ৮২, রনি ১/২১)
ফলাফল- দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পর ৫ম হওয়াই ছিল বাংলাদেশের লক্ষ্য। ইংল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্যের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছিল বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৫ম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হেরে ষষ্ঠ হয়েই দেশে ফিরতে হচ্ছে সাইফ হাসানদের।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ৯ ওভারের মাঝে মাত্র ৩৩ রানেই নেই ৫ উইকেট। প্রথম ৪ ব্যাটসম্যানের কেউই ছুঁতে পারেননি দুই অংক। দল যখন অল্প রানেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়, তখন হাল ধরেন আফিফ হোসেন ও শাকিল হোসেন।
আফিফ-শাকিলের ৯৬ রানের জুটিতে ১০০ পেরোয় বাংলাদেশ। দুজনেই ফিফটি করে প্যাভিলিয়নে ফিরলে স্কোর খুব বেশিদূর এগোয়নি। ফ্র্যাশার জোনস ৫ উইকেট নিয়ে একাই ভেঙে দিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার।
১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসে খেলেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফেরার পর রেনার্ড টোন্ডার ও হারমান রোফেসের জুটি বাকি রান তুলে নিয়েছেন ৩৯ ওভারের মাঝেই।