• কিক অফের আগে
  • " />

     

    কিক অফের আগে : ব্রাজিলের স্বরূপে ফেরার লড়াই

    কিক অফের আগে : ব্রাজিলের স্বরূপে ফেরার লড়াই    

    ব্রাজিলের স্বরূপে ফেরার লড়াই?

    ব্রাজিল বনাম কোস্টারিকা; গ্রুপ 'ই'; ২২ জুন, সন্ধ্যা ৬টা; সেইন্ট পিটার্সবুর্গ; টেন ২/৩

     

    প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্রয়ের পর প্রশ্ন উঠেছিল তাদের সামর্থ্যের। নিজেদের স্বভাবসুলভ সাম্বা নৃত্যের 'জোগো বনিতো' ফুটবল যেন হারিয়েই খুঁজেছে ব্রাজিল। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নিজেদের নতুন করে চেনানোর দৃঢ়প্রতিজ্ঞা নিয়েই মাঠে নামছে তিতের দল। প্রথম ম্যাচে হতাশা ভুলে আজ কপালে এঁটে যাওয়া 'ফেভারিট'-এর তকমার যথার্থতা প্রমাণ করাই যেন 'সেলেসাও'দের মূল লক্ষ্য।

     

    তাহারা বলেন

    সুইসদের বিপক্ষে ফাউলের শিকার হয়েছিলেন মোট ১০ বার। কড়া মার্কিংয়ে নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। দু'দিন আগে অনুশীলন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ায় তার খেলা নিয়েই সংশয় ছিল ব্রাজিল সমর্থকদের মাঝে। কিন্তু সেসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন ব্রাজিল কোচ তিতেই, "ম্যাচের পর সে বেশ ব্যথা অনুভব করছিল। তবে আমাদের জন্য সুখবর এই যে এখন সে সম্পূর্ণ ফিট। শেষ কয়েকটা ট্রেনিং সেশনেও সে সর্বোচ্চটাই দিয়েছে। কোস্টারিকার বিপক্ষে শুরু থেকেই থাকবে সে। প্রথম ম্যাচটা ঠিক আমাদের মনমতো হয়নি। ফলাফলে স্বভাবতই আমরা কিছুটা হতাশ ছিলাম। কিন্তু এখন আমরা সবাই বেশ নির্ভার এবং ম্যাচের জন্য মুখিয়ে আছে। আশা করি আজ নিজেদের সেরাটাই দিতে পারবে ছেলেরা।" কোচের সাথে একমত প্রথম ম্যাচের গোলদাতা ফিলিপ কৌতিনহো, "আমরা জানি সুইসদের বিপক্ষে আমরা সেরাটা দিতে পারিনি। তবে অনুশীলনে ভুলত্রুটিগুলো আমরা শুধরে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি আজ সমর্থকদের দারুণ এক ম্যাচ এবং জয় উপহার দিতে পারব।"

    ব্রাজিল যেন নিজেদের স্বভাবসুলভ খেলাটা দিতে না পারে, সেদিকে মনযোগটা বেশি কোস্টারিকা কোচ অস্কার রামিরেজের, "প্রথম ম্যাচ দিয়ে আসলে তেমন কিছু যায় আসে না। তারা ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন। যেকোনো সময়ই তাদের দলের যে কেউই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। নেইমার এমন একজন। তাকে সুইসদের মতই কড়া মার্কিংয়ে রাখতে হবে। কিন্তু আমি কথা দিচ্ছি আমরা শক্তিনির্ভর খেলা খেলব না। প্রথম ম্যাচে হারের পর আজ জেতাটা আমাদের জন্য অপরিহার্যই বলা চলে।"

     

     

     

    দলের খবর

    ইনজুরি কাটিয়ে নেইমার ফিরলেও একই কারণে মাঠের বাইরে চলে গেছেন রাইটব্যাক দানিলো। তার জায়গায় খেলবেন তরুণ ফাগনার। দলে কোনো ইনজুরি না থাকায় পছন্দের একাদশই নামাতে পারবেন রামিরেজ।

    সম্ভাব্য মূল একাদশ

    ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; ফাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো; কাসেমিরো, পাওলিনিয়ো, কুতিনিয়ো; উইলিয়ান, হেসুস, নেইমার

    কোস্টারিকা (৩-৪-২-১): নাভাস; জোয়াইন, গঞ্জালেজ, দুয়ার্তে; গাম্বোয়া, বোর্হেস, গুজমান, কালভো; রুইজ, ভেনেগাস; উরেনা

     

    সংখ্যায় সংখ্যায়

    • কোস্টারিকার বিপক্ষে নিজেদের শেষ ১০ দেখায় ৯ বারই জয় পেয়েছে ব্রাজিল
    • বিশ্বকাপে দুইবারের দেখাতেই শেষ হাসি হেসেছে 'সেলেসাও'রা
    • বিশ্বকাপে নিজেদের শেষ ৩ ম্যাচে জয় পায়নি ব্রাজিল
    • সার্বিয়ার বিপক্ষে গত সপ্তাহে হারের আগে বিশ্বকাপে টানা ৫ ম্যাচ অপরাজিত ছিল কোস্টারিকা

     

    জিতলেই রুপকথার পথে আইসল্যান্ড

    নাইজেরিয়া বনাম আইসল্যান্ড; গ্রুপ ;ডি'; ২২ জুন, রাত ৯টা; ভলগোগ্রাদ; টেন ২/৩

     

    নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে রুখে দিয়েছিল আইসল্যান্ড। পরের ম্যাচে আর্জেন্টিনা হেরেই গেছে ক্রোয়েশিয়ার কাছে, এই ম্যাচের ফলের দিকে তাই তাকিয়েই থাকবে সাম্পাওলির দল। আর আইসল্যান্ডের ক্ষেত্রে সমীকরণতা এমন- আজ নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলে আরও উজ্জ্বল হয়ে উঠবে তাদের পরের রাউন্ডে অংশগ্রহণ। আর নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হারায় আজ জয়টা অবশ্যই প্রয়োজন নাইজেরিয়ারও।

     

    তাহারা বলেন

    মেসিদের আটকে দিলেও আইসল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক খেলার ঘোষণাই দিয়েছে্ন নাইজেরিয়া কোচ গার্নট রোর। সেই সাথে আজ হারবেন না, এমন সাহসী ভবিষ্যতবানীও করেছেন রোর, "আমরা আজকের ম্যাচ হারব না। আইসল্যান্ডের মূল শক্তি মাঠে তাদের দর্শকদের সমর্থন। আর অসম্ভব ইচ্ছাশক্তির জোরেই তারা এতদূর এসেছে। গত দু'বছরে তারা প্রমাণ করেছে, মাঠে কাউকে ছেড়ে কথা বলবে না তারা। তবে এখনই গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার চিন্তাভাবনা করার সময় হয়নি আমাদের।"

    প্রথম ম্যাচ হারায় আক্রমণাত্মক এক নাইজেরিয়াকেই প্রত্যাশা করছেন আইসল্যান্ড কোচ হাইমির হালগ্রিমসন, "নাইজেরিয়ার জন্য আজকের ম্যাচটা জেতা ছাড়া বিকল্প নেই। শুরু থেকেই গতিশীল আক্রমণেই মূল ভরসাটা রাখবে। আমাদের লক্ষ্য হবে বলের পজেশন ধরে রাখা। তবে গ্রুপ ডি-তে যেকোনো কিছুই সম্ভব। আজ জয় নিয়েই দ্বিতীয় রাউন্ডের কাছাকাছি পৌঁছে যেতে চাই আমরা।" 

     

    দলের খবর

    ইনজুরির কারণে ইয়োহান বার্গ গুডমুন্ডসনকে পাচ্ছে না আইসল্যান্ড। নাইজেরিয়া পাচ্ছে পূর্ণ স্কোয়াডই।

    নাইজেরিয়া (৪-২-৩-১): উজোহো; শেহু, ত্রুস্ট-কিকং, বালুগান, ইদোয়ো; এতেবো, এন'দিদি, মিকেল; ইঘালো

    আইসল্যান্ড (৪-৪-২): হালদরসন; সেভারসন, আর্নেসন, সিগুর্ডসন, ম্যাগনেসন; জিসালসন, গানারসন, হালফ্রেডসন, বিয়ার্নেসন; সিগুর্ডসন,  ফিনবোগেসন

     

    সংখ্যায় সংখ্য্যয়

    • ১৯৮১ সালে এক প্রীতি ম্যাচেই শেষবার মুখোমুখি হয়েছিল দু'দল; আইসল্যান্ডের জয় এসেছিল ৩-০ গোলে
    • বিশ্বকাপে নাইজেরিয়ার ৫ জয়ের প্রতিটিই এসেছে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে
    • বিশ্বকাপে নিজেদের শেষ ৩ ম্যাচের ৩টিতেই হেরেছে 'সুপার ইগল'রা

     

    প্রথম ম্যাচই অনুপ্রেরণা সুইজারল্যান্ডের

    সার্বিয়া বনাম সুইজারল্যান্ড; গ্রুপ 'ই'; ২২ জুন, রাত ১২টা; কালিনিনগ্রাদ; টেন ২/৩

     

    ব্রাজিলের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছিল সুইজারল্যান্ড। ছিনিয়েও এনেছে এক পয়েন্ট। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সেই পারফরম্যান্সই আশা দেখাচ্ছে সুইসদের। কোস্টারিকাকে হারিয়ে মূলপর্বের সূচনাটা দারুণই করেছে সার্বিয়া। আজ সুইসদের হারাতে পারলে অনেকটাই নিশ্চিত হবে তাদের দ্বিতীয় রাউন্ড যাত্রা।

     

    তাহারা বলেন

    ব্রাজিলকে রুখে দেওয়ার পর সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সুইজারল্যান্ড কোচ ভ্লাদিমির পেটকোভিচ, "বিশ্বকাপের প্রথম ম্যাচটা সবসময়ই বেশ কঠিন। কারণ প্রতিপক্ষ কেমন ফর্মে আছে, তা জানা প্রায় অসম্ভব। তবে প্রথম ম্যাচে আমাদের পারফরম্যান্স দেখে বলতে পারি, আমরা ঠিক পথেই আছি। আজকের ম্যাচে 'পাওয়ার' ফুটবলের মতই ভাল খেলার দিকেও মনযোগ দিতে হবে আমাদের। সার্বিয়া দারুণ একটি দল। প্রতি আক্রমণে তাদের গতি দুর্দান্ত। তবে আমাদের রক্ষণভাগও কম নয়। আজ জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ভাল একটি সুযোগ পাব আমরা।"

    প্রথম ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গেই আছেন সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাসিচ, "অবশ্যই প্রথম ম্যাচেই জয় পাওয়া আমাদের জন্য দুর্দান্ত এক সূচনা। দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে, অনুপ্রেরণা বা আত্মবিশ্বাসে কোনো প্রকার ঘাটতি থাকবে না আমাদের। ব্রাজিলের বিপক্ষে তাদের (সুইজারল্যান্ড) ম্যাচ আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। প্রস্তুত্তির দিক দিয়ে অন্তত আমি বেশ সন্তুষ্ট। আশা করি প্রথম ম্যাচেই মতই জয় নিয়ে ফিরতে পারব।"

     

    দলের খবর

    পূর্ণশক্তির দল থেকেই পছন্দের একাদশ নামাতে পারবেন দুই কোচ। দু'দলের কোথাও নেই ইনজুরির শঙ্কা।

    সম্ভাব্য মূল একাদশ

    সার্বিয়া (৪-২-৩-১): স্টইকোভিচ; ইভানোভিচ, মিলেঙ্কোভিচ, তোসিচ, কোলারভ; মাতিচ, মিলিভোয়েভিচ; তাদিচ, মিলিঙ্কোভীচ-সাভিচ, লাজিচ; মিত্রোভিচ

    সুইজারল্যান্ড (৪-২-৩-১): সমার; লিখস্টেইনার, শার, আকাঞ্জি, রড্রিগেজ; বেহরামী, শাকা; শাকিরি, জেমাইলি, জুবার; সেফেরোভিচ

     

    সংখ্যায় সংখ্যায়

    • এবারই প্রথম একে অপরের মুখোমুখি হচ্ছে দু'দল
    • আজ জিতলে '৯৮-এর পর আবারও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে সার্বিয়ার
    • বিশ্বকাপে নিজেদের শেষ ৬ ম্যাচে ৫ বার হেরেছে সার্বিয়া
    • নিজেদের শেষ ৭ ম্যাচে ধরে অপরাজিত সুইজারল্যান্ড