• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    জার্মানির মাত্রাতিরিক্ত উদযাপনে বিরক্ত সুইডেন

    জার্মানির মাত্রাতিরিক্ত উদযাপনে বিরক্ত সুইডেন    

     

    ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছিল, এবার জার্মানিকে রুখেই দিবে তারা। কিন্তু ৯৫ মিনিটে টনি ক্রুসের সেই গোল এলোমেলো করে দেয় সব, ২-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় সুইডেনকে। হারের হতাশা তো আছেই, সুইডেন কোচ জেন অ্যান্ডারসন অভিযোগ করেছেন , ক্রুসের ওই গোলের পর সুইডিস ডাগআউটের দিকে এসে ব্যাঙ্গাত্ত্বক ভঙ্গিতে উদযাপন করেছিলেন জার্মান ফুটবলাররা।

    হারলেই বাদ, এমন সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিল জার্মানি। শেষ মুহূর্তে ক্রুসের ওই গোলে তাই জার্মান ফুটবলারদের মাঝে দেখা গেছে বাঁধভাঙ্গা উল্লাস। গোলের পর দুই ডাগআউটে কিছুটা উত্তেজনাও দেখা গেছে। অ্যান্ডারসন বলছেন, উদযাপনের মাত্রাটা ছাড়িয়ে ফেলেছিল জার্মানরা, ‘ কিছু জার্মান ফুটবলার আমদের ডাগআউটের দিকে এগিয়ে এসে উদযাপন শুরু করেছিল। তারা নানা ব্যাঙ্গাত্ত্বক মুখভঙ্গিও করছিল। ব্যাপারটা খুব বিরক্তিকর ছিল আমাদের জন্য। বেঞ্চে বসা অনেকেই খুব রাগ হয়েছেন। আমরা ৯৫ মিনিট লড়াই করেছি। ম্যাচ শেষে হাত মিলিয়ে মাঠ ছাড়া উচিত এরকম উদযাপন না করে।’

     

     

    জার্মানির এরকম উদযাপন করা একদমই উচিত হয়নি, জানালেন অ্যান্ডারসন, ‘এরকম ব্যবহার আমি আশা করিনি। ম্যাচে হয়ত তারা জিতেছে, এতেই তো প্রতিপক্ষ যথেষ্ট হতাশ। তার ওপর এরকম উদযাপনের কোনো মানেই হয় না।’

    এদিকে জার্মানি কোচ জোয়াকিম লো অবশ্য এই অভিযোগ অস্বীকারই করেছেন, ‘কে ওরকম উদযাপন করেছে? আমি না অন্য কেউ? আমি তো এরকম কিছুই দেখিনি! আমাদের সবার মনোযোগ অন্য জায়গায় ছিল। আমরা নিজেদের মাঝেই উল্লাস করেছি। মাত্রাতিরিক্ত উদযাপন আমার  চোখে পড়েনি।’