• শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    শামসি-রাবাদার তোপে উড়ে গেল শ্রীলঙ্কা

    শামসি-রাবাদার তোপে উড়ে গেল শ্রীলঙ্কা    

    শ্রীলঙ্কা ১৯৩ অল-আউট, ৩৪.৩ ওভার 
    দক্ষিণ আফ্রিকা ১৯৬/৫, ৩১ ওভার 
    দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী 


    কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসির বোলিং তোপে প্রথম ওয়ানডেতে ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। মূলত ৩৬ রানে ৫ উইকেট হারিয়েই খেই হারিয়েছে শ্রীলঙ্কা। দুই পেরেরা- কুশাল ও থিসারা ৬ষ্ঠ উইকেটে ৯২ রানের জুটিও ঠিক পথে ফেরাতে পারেনি স্বাগতিকদের। 

    টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে ব্যাটিং উইকেটেও শ্রীলঙ্কাকে ভুগিয়েছে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন শট। বেশ অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান বোলিং লাইন-আপের বিরুদ্ধেই আত্মসমর্পণ করেছেন তারা। কুশালের ৮১ ও থিসারার ৪৯ রান ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন দুজন। ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন রাবাদা, দক্ষিণ আফ্রিকান দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার শামসি ৪ উইকেট নিয়েছেন ৩৩ রানে। লুঙ্গি এনগিডি নিয়েছেন একটি, রান-আউট হয়েছেন উপুল থারাঙ্গা। ১৫.৩ ওভার বাকি থাকতেই অল-আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। 

    ৩১ রানে ফিরেছেন হাশিম আমলা, প্রথম বলেই আউট হয়েছেন এইডেন মার্করামও। তবে কুইন্টন ডি কক ও ফাফ ডু প্লেসির ৪৭ রানের জোড়া ইনিংসের পর জেপি ডুমিনির অপরাজিত ৫৩ রানের ইনিংসে ১৯ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের বিভীষিকা ভুলে সীমিত ওভারে দারুণ শুরু হলো দক্ষিণ আফ্রিকার, এবি ডি ভিলিয়ার্স-পরবর্তী যুগটাও তাই জয় দিয়েই শুরু করলো তারা। 

    সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১ আগস্ট, একই ভেন্যুতে।