• শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    হেনড্রিকসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

    হেনড্রিকসের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা    

    তৃতীয় ওয়ানডে, পাল্লেকেলে
    দক্ষিণ আফ্রিকা ৩৬৩/৭, ৫০ ওভার 
    শ্রীলঙ্কা ২৮৫ অল-আউট, ৪৫.২ ওভার 
    দক্ষিণ আফ্রিকা ৭৮ রানে জয়ী 


    অভিষেক ওয়ানডেতে রিজা হেনড্রিকসের সেঞ্চুরি, জেপি ডুমিনির ৯২ ও হাশিম আমলার ফিফটিতে ভর করে টানা তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জিতে গেছে দক্ষিণ আফ্রিকা। ৩৬৪ রানের লক্ষ্যে ধনঞ্জয়া ডি সিলভার ৮৪ রানের ইনিংসের পর ২৮৫ রানেই অল-আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। 

    শুরুটা করেছিলেন সিরিজে দ্বিতীয় ফিফটি করা হাশিম আমলা, কুইন্টন ডি ককের সঙ্গে ৪২ রানের জুটিতে পরেরজনের সংগ্রহ মাত্র ২। ডি কক লাহিরু কুমারার বলে ক্যাচ দিয়ে ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে আমলা-হেন্ডরিকস মিলে যোগ করেছেন ৫৯ রান। ৫৯ রান করেই থিসারা পেরেরার বলে বোল্ড আমলা। 

    ৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন হেনড্রিকস, অভিষেক ওয়ানডেতে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তৃতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি করলেন এই ডানহাতি ব্যাটসম্যান। অফ-ফর্মে থাকা এইডেন মার্করামের জায়গায় আজ দলে এসেছিলেন তিনি। 

    ৮৯ বলে ১০২ রান করে কুমারার বলে বোল্ড হয়েছেন হেনড্রিকস, এর আগেই ডু প্লেসিকে ফিরিয়েছেন ম্যাচে ৪ উইকেট নেওয়া পেরেরা। অবশ্য ১০ ওভারে ৭৫ রানও গুণতে হয়েছে পেরেরাকে। 

    ৫ম উইকেটে জেপি ডুমিনি ও ডেভিড মিলার যোগ করেছেন ১০৩ রান, ৭০ বলে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থেমেছেন ডুমিনি, ৪৭ বলে ৫১ রানে পেরেরার চতুর্থ শিকার মিলার। অ্যান্ডাইল ফেহলুকায়োর ১১ বলে ২৪ রানের ক্যামিওতে ৩৬৩ রান পর্যন্ত গেছে দক্ষিণ আফ্রিকা, দেশের মাটিতে রান-তাড়ার রেকর্ড গড়েই জিততে হতো তাই শ্রীলঙ্কাকে। 

    তবে শ্রীলঙ্কার টপ অর্ডারে ৩২ রান নিয়ে সর্বোচ্চ স্কোরার অ্যাঞ্জেলো ম্যাথিউস, ১২৪ রানেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ৭ম উইকেটে আকিলা দনঞ্জয়া ও ধনঞ্জয়া ডি সিলভার ৯৫ রানও তাই সেই অর্থে আশা জোগাতে পারেনি শ্রীলঙ্কাকে। 

    টপ অর্ডারে দুইটি সহ ৪টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার লুঙ্গি এনগিডি, ফেহলুকায়ো নিয়েছেন ৩টি, তাবরাইজ শামসি নিয়েছেন ২টি। ৪.৪ ওভার বাকি থাকতেই অল-আউট হয়ে গেছে শ্রীলঙ্কা।