• শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা সিরিজ
  • " />

     

    অবশেষে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডেতে জিতল শ্রীলঙ্কা

    অবশেষে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়ানডেতে জিতল শ্রীলঙ্কা    

    শ্রীলঙ্কা ৩০৬/৭, ৩৯ ওভার 
    দক্ষিণ আফ্রিকা ১৮৩/৮, ২১ ওভার (লক্ষ্য ২১ ওভারে ১৯১)
    শ্রীলঙ্কা ডিএল পদ্ধতিতে ৩ রানে জয়ী 


    হার, হার, হার…..টানা ১১ বার হার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে শ্রীলঙ্কার এই ম্যাচের আগের রেকর্ড। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি- পাল্লেকেলের আকাশ যেন ভেঙে পড়ছিল শুধু। সেই জয়খরাটা অবশেষে কাটালো শ্রীলঙ্কা, বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর ওয়ানডেতে। ২১ ওভারে ১৯১ রানের লক্ষ্যে ১৮৭ রানেই থেমেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব পাওয়ার প্রথম ম্যাচেই হারলেন কুইন্টন ডি কক, প্রথম তিন ম্যাচেই সিরিজ হারের পর জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। 

    বৃষ্টি হানা দিয়েছিল ম্যাচ শুরুর আগেই, শুরুতে নেমে এসেছিল সেটা ৪৫ ওভারে। এরপর নামতে নামতে শ্রীলঙ্কার ইনিংস হলো ৩৯ ওভারের। নিরোশান ডিকওয়েলা ও উপুল থারাঙ্গা শুরুর ভিতটা গড়েছিলেন ভালভাবেই, ৬১ রানের ওপেনিং জুটি। চার নম্বরে নামা কুশাল মেন্ডিসের ৩২ বলে ৫১ রানের ইনিংস প্রথম এগিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এরপর ঝড় তুলেছেন আটে নামা দাশুন শনাকা। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরাটা কী দারুণভাবেই না উদযাপন করলেন তিনি! 

    শনাকার ৩৪ বলে ৬৫ রানের ইনিংসের সঙ্গে থিসারা পেরেরার ৪৫ বলে ৫১ রানের ইনিংসে ৩৯ ওভারেই ৩০০ ছাড়িয়েছে শ্রীলঙ্কা। দুজন মিলে ১১.১ ওভারে তুলেছেন ১০৯ রান। শনাকা চারটি চারের সঙ্গে মেরেছেন পাঁচটি ছয়, পেরেরার বাউন্ডারির সংখ্যা যথাক্রমে তিন ও দুই। 

    ৬ ওভারে ৩৫ রানে ২ উইকেট- দিনে দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং ফিগার জেপি ডুমিনির। বাকিরা ছিলেন খরুচে, লুঙ্গি এনগিডি ২ উইকেট নিতে ওভারপ্রতি খরচ করেছেন ৮.১২ রান করে

    দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ডিএলএসে দাঁড়ায় ২১ ওভারে ১৯১। পাওয়ারপ্লের ৪ ওভারেই ওঠে ৪৮ রান, শ্রীলঙ্কাকে আরেকটি হারের শঙ্কা বেশ ভালভাবেই দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৩তম ওভারে দুইটি দারুণ ফিল্ডিংয়েই বদলে যায় দৃশ্যপট। 

    এক্সট্রা কাভারে নীচু হয়ে দারুণ ক্যাচে হেনরি ক্লাসেনকে ফিরিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, নন-স্ট্রাইক প্রান্তে সরাসরি থ্রোতে জেপি ডুমিনিকে রান-আউট করেছেন শনাকা। দিনটাও তো শেষ পর্যন্ত শনাকারই। 

    দক্ষিণ আফ্রিকাকে এরপরই চেপে ধরে শ্রীলঙ্কা। তাদের ও জয়ের মাঝে ব্যবধান হয়ে ছিলেন ডেভিড মিলার। শেষ ওভারে ৭ রানের সম্বল নিয়ে অধিনায়কের পরিকল্পনার দারুণ বাস্তবায়ন করেছেন সুরাঙ্গা লাকমাল। ৬-৩ অফসাইডে ফিল্ড-সেটিংয়ে বল করে গেছেন অফস্টাম্পের বাইরে, দ্বিতীয় বলেই আড়াআড়ি খেলতে গিয়ে স্টাম্পে বলে ডেকে এনেছেন মিলার। 

    শেষ ওভারে ৪ রান দিয়েছেন লাকমাল, সঙ্গে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার রোমাঞ্চিত জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়খরায় যেন দারুণ বৃষ্টির সুবাতাসই আনলো ক্যান্ডি।