• ক্রিকেট

দেশী ক্রিকেটটা ঠিক আসেনা!

পোস্টটি ৪৬৫৭ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

ছেলে আমার ক্রিকেটপাগল, ক্রিকেট ছাড়া দেখে না

জানেন দাদা, আমার ছেলের, দেশী ক্রিকেটটা ঠিক আসেনা।

মজে থাকে আইপিএলে

সিপিএল আর বিপিএলও চলে

আমার ছেলে খুব ক্রিকেটপাগল, ক্রিকেট ছাড়া ভাবে না

জানেন দাদা, আমার ছেলের, দেশী ক্রিকেটটা ঠিক আসেনা।

 

টি-টোয়েন্টি ওর গুলে খাওয়া, ওটাই তো ফার্স্ট চয়েজ

ইন্টারন্যাশনাল ক্রিকেট সেকেন্ড, এতেও নাকি দারুণ তেজ।

কী লাভ বলুন ঘরোয়া ক্রিকেট ফলো করে?

বিমান ছেড়ে ঠেলায় চড়ে?

এসব ক্রিকেট টিভিতেও তো দেখায় না!

জানেন দাদা, আমার ছেলের দেশী ক্রিকেটটা ঠিক আসেনা।  

 

লিস্ট 'এ' আবার ক্রিকেট নাকি, নেই তো কোনো চার্ম এতে

সহজ সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?

আইপিএল ফ্যান্টাসটিক

বিপিএলও তো জাইগেনটিক

প্রিমিয়ার লীগ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না

জানেন দাদা, আমার ছেলের দেশী ক্রিকেট ঠিক আসেনা।

 

দেশী ক্রিকেট কেমন কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে

এফএমেও তো কমেন্ট্রি নেই, মজা কোথায় চার-ছক্কা না শুনে?

কিসের কাঠামো? কিসের 'বেস'?

এসব আশার আছে কি শেষ?

কবে যেন হয় ‘ফার্স্ট-ক্লাস’ ম্যাচ, বছরের শুরু বা শেষে না?

জানেন দাদা, আমার ছেলের ফার্স্ট-ক্লাস ক্রিকেটটা ঠিক আসেনা।

 

আইপিএল বেশ বোমবাস্টিং, রোমাঞ্চে ঠাসা উত্তেজনায় ভাসা

বাংলাডেশী ডমেস্টিক ইজ ডিজগাস্টিং, মানেই শুধু রং না আসা

এই ক্রিকেটে সবসময় তাই

মজে থাকার মানে তো নাই

এই ক্রিকেটটাই নিজের হলেও সবাই ভালবাসে না

জানেন দাদা, আমার ছেলের দেশী ক্রিকেটটা ঠিক আসেনা।

 

প্রিমিয়ারের সুপার লিগের ডে-নাইট ম্যাচ নিয়েই নাকি দু-চারজন বেশ মুগ্ধ

দেশী ক্রিকেট নিয়েই তারা হয়ে থাকে উদ্বুদ্ধ! 

দেশী ক্রিকেটের তো বড়ই অভাব

বিদেশী লিগ গেলাই স্বভাব

সাকিব খেললে মন ভরে যায়, বুঝি না কেন কেকেআর তাকে খেলায় না!

জানেন দাদা, আমার ছেলের, দেশী ক্রিকেটটা ঠিক আসেনা।

 

প্রিমিয়ার লিগে কজন বিদেশী খেলে? কেউ তো খবর রাখে না

বিপিএল নিয়েই তাই বড়াই করা, এটাই ভাল খাবে না?

আজ আইপিএল বিশ্বজোড়া

বাংলাদেশী ডমেস্টিক? খেতে লাগে আধপোড়া

ডমেস্টিক ক্রিকেট নিয়ে তাই কেউ উচ্চাশাও করে না

জানেন দাদা, আমার ছেলের এই ডমেস্টিক ক্রিকেটটা ঠিক আসেনা।

 

গেইল পোলার্ড ব্রাভো ব্রাথওয়েট

কী সুন্দর আইপিএল খেলে

মার্শাল আইয়ুব সোহাগ গাজী, প্রিমিয়ার খেলে কীইবা পেলে?

মাশরাফি তামিম তো দল না পেয়ে প্রিমিয়ার খেলে, অন্যকিছুর টানে না

জানেন দাদা, আমার ছেলের, দেশী ক্রিকেটটা ঠিক আসেনা!*

 

*ভবানীপ্রসাদ মজুমদারের নিকট ক্ষমাপ্রার্থনাপূর্বক।
তাঁর 'বংগালিবাবু বাংলামে কাবু' কবিতাকেও সম্মান।