• ক্রিকেট

ক্রিকেটীয় কাকতাল: পর্ব ২

পোস্টটি ৩২৬৫ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

আব্রাহাম লিঙ্কন একবার বলেছিলেন, বাবা মায়ের কাঙ্খিত সন্তানরা কখনও অনাখাঙ্খিতদের মত মেধাবী হয় না। পৃথিবীর ইতিহাসে অবশ্য এর নজির অনেক। আমার ক্রিকেটে সবচেয়ে বিদঘুটে বিষয় ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতি নিয়ে একটা লেখা লিখছি, এর মধ্যেই পাঠক অনুরোধে লিখলাম কাকতাল সিরিজের এই দ্বিতীয় পর্ব। অপরিকল্পিত এই লেখা পরিকল্পিতের চেয়ে ভালো হলো কিনা বিচারের ভার রইল আপনাদের উপর।

  • ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যান এড জয়েস এক রান করেই বডয় র‍্যাঙ্কিনের বলে আউট হন। ২০১৩ সালে এড জয়েস দেশ পাল্টে ফিরলেন মাতৃভূমি আয়ারল্যান্ডে। এদিন আয়ারল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে আবারো ১ রানে আউট, বোলারও সেই র‍্যাঙ্কিন, তবে এখন তার গায়ে ইংল্যান্ডের জার্সি !!

 

joyes

 

  • ২৮ ডিসেম্বর ১৯৯৯, ২৬ বছর বয়সী সচিন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেন মেলবোর্নে। এই ইনিংস খেলার পথে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ ম্যাচে ১৯ ইনিংস ব্যাট করে ১০০০ রান পূর্ণ করেন, যার মধ্যে ছিল ৫টি শতক ও ২টি অর্ধ শতক। ঠিক ১৫ বছর পরে ২৮ ডিসেম্বর ২০১৪ তে ২৬ বছর বয়সী বিরাট কোহলী তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে, যে ইনিংস খেলার পথে কোহলী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ ম্যাচে ১৯ ইনিংস ব্যাট করে ১০০০ রান পূর্ণ করেন যার মধ্যে ছিল ৫টি শতক ও ২টি অর্ধ শতক। এখানেই শেষ নয় দুটি টেস্টই ছিল সিরিজের পঞ্চম টেস্ট আর দুজনেই ১০০০ রান পূর্ণ করেন ম্যাচের ১৯তম ওভারে, দুজনেরই এসময় ব্যাটের স্পন্সর এমআরএফ. এটিকে কাকতাল বলবেন কিনা সিদ্ধান্ত আপনাদের!!!

 

Untitled

 

  • অভিষেক টেস্টে ১০ নম্বরে নেমে শতরান করে রেকর্ড করেন আবুল হাসান, কিন্তু ঐ টেস্টে একটি কাকতালীয় ঘটনাও ঘটান তিনি। ব্যাট হাতে করেন ১১৩ রান, বল হাতেও ঠিক ১১৩ রান দিয়ে থাকেন উইকেট শুন্য!!

 

 abu;l

 

  • ওয়ানডে ক্রিকেটের প্রথম দ্বিশতক করেন শচিন টেন্ডুলকার ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারী। ঠিক ৫ বছর পর ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারী এই কীর্তি গড়েন ক্রিস্টোফার হেনরি গেইল। আরও মজার বিষয় দুজনেই নিজ ইনিংসে খেলেন ১৪৭ বল।

 

 

 

  • ইংল্যান্ডের বিপক্ষে একজন ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ টেস্ট শতরানের রেকর্ড যৌথভাবে দ্রাবিড় আর শচিনের দখলে। ইংল্যান্ডের বিপক্ষে এই দুই গ্রেটের টেস্ট ব্যাটিং পরিসংখ্যান দেখে কি বলবেন তা আপনার দায়িত্ব
নাম ম্যাচ ইনিংস  অপরাজিত রান সেঞ্চুরি  গড় সরবচ্চ
রাহুল ৯৮২ ১৯৬.৪০ ২১৭
শচিন ৯৮২ ১৯৬.৪০ ১৯৩

 

  • দুই দলের অধিনায়কের একই ম্যাচে শততম টেস্ট খেলাকে কাকতালীয় বলাই যায়। ২০১৩ অ্যাসেজ সিরিজে অ্যাডিলেড টেস্ট ছিল মাইকেল ক্লার্ক আর আলিস্টার কুকের শততম টেস্ট। কিন্তু টেস্ট শেষে এর চেয়েও কাকতালীয় হয়ে দাড়ায় নিচের ছবিটা।

 

 

  • ধোনি তার প্রথম টেস্ট ও ওয়ানডে শতরান দুটিই করেছেন পাকিস্তানের বিপক্ষে, দুটি স্কোরই ১৪৮ আর দুটি ম্যাচই ছিল তার ক্যারিয়ারের পঞ্চম ম্যাচ।

 

 

  • দক্ষিণ আফ্রিকান বাঁহাতি স্পিনার পল হ্যারিসের টেস্ট অভিষেক ২০০৭ সালের ২ জানুয়ারী কেপটাউনে ভারতের বিপক্ষে, ঠিক চার বছর পর তিনি শেষ টেস্ট খেলেন ২০১১ সালের ২ জানুয়ারী কেপ্টাউনেই ভারতের বিপক্ষে!!

 

 

  • ২০১৬ এশিয়া কাপে প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ আর ভারতের। ম্যাচ শেষে স্কোরকার্ড দেখাচ্ছিল এমন, ভারতীয় বোলাররা কাকতাল নীতিতে রান দিয়েছেন কিনা তা আমার অজানা।

 

 

  • ২০১১ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে শেন ওয়ার্ন টুইট করলেন

"Looking forward to the game between India and England today ... should be a cracker.. My prediction a tie!"

 ম্যাচের ফলাফল

 

 

  • ভারতীয় দুই ব্যাটিং মহীরুহ লক্ষণ আর দ্রাবিড়ের কাকতালগুলা দেখুন
  • দুইজনেরই ১৯৯৬ সালে অভিষেক ঘটে
  • দুজনেই ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন
  • দুইজনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ বার ৩০০ রানের জুটির অংশীদার
  • দুইজনেই তাদের শেষ টেস্ট সেঞ্চুরি করেন কলকাতায় একই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
  • দুইজনেই ২০১২ সালে অবসরে যান
  • দুজনেই তাদের প্রথম টেস্ট উইকেট নিয়েছেন একই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
  • দুজনেই শেষ বিদেশ সফর অস্ট্রেলিয়ার
  • দুজনেই শেষ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে

 

আজকের কাকতাল এ পর্যন্তই। নটে গাছটি মুড়ালো, আমার কথাটি ফুরালো। তবে চাইলে এমন অসংখ্য ক্রিকেটীয় কাকতাল আপনারাই খুজে পাবেন। কাকতাল শেষ হবার নয়।