• ফুটবল

ডন কার্লোঃ নতুন গন্তব্য কোথায়?

পোস্টটি ৬৯২৮ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
আজ বিকেলেই হঠাৎ খবর এলো কার্লো আনচেলত্তি চাকরি ছেরে দিয়েছেন। চাকরি ছেড়ে ফ্রি। পিএসজির মাঠে এমন হারের পর এমন কাজটা করা অবাকের নয়। তবে বায়ার্ন যে ভূল করে তাকে ছেরে দিলো তা করার পাত্র কিন্তু সবাই না। বিশ্বের হাই প্রোফাইল কোচের তালিকায় নামটা এখনো শীর্ষে। কার্লো আনচেলত্তি নামটাকে নিজেদের ডাগ-আউটে ভেরাতে যেসব দল উৎ পেতে রয়েছেন তাদের কথাগুলোই বলছি। প্যারিস সেন্ট জার্মেইনঃ পিএসজির কাছে হারার পরই এখন চাকুরিহারা ৫ বারের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী কোচ। প্যারিস জিতলেও আছে অনেক সমস্যায়। ড্রেসিং রুমে কন্ট্রোল নেই। নেইমার-কাভানি দন্দ পেনাল্টি নিয়ে লেগেই আছে। আর কার্লো আনচেলত্তি হচ্ছেন ড্রেসিং রুমের রাজা। অ্যারোগেন্ট জ্লাতান যাকে ডাকতেন বাবা। রোনাল্দো যাকে ভালোবাসতেন বাবার মতো। প্যারিসে এখন আবার উপর অনেক স্টার। আর স্টার ম্যানেজে কার্লোর মতো ম্যানেজার হয়না। পিএসজি হতেই পারে নেক্সট ডেস্টিনেশন। কোচ হিসেবে আবার আগের ডেস্টিনেশন ফিরতে পারেন। এসি মিলানঃ অনেক টাকা খরচের পরেও আসছে না কাঙ্খিত ফলাফল। সাম্পোদিয়ার কাছে হার আরো বাড়িয়ে দিয়েছে কোচের সমালোচনা। মন্তেল্লার উপর রাগান্নিত প্রায় অনেকেই। আর ম্যানেজিং ডিরেক্টর অনেকটা ইন্ডিরেক্টলি হুমকি দিয়েছেন। নেক্সট রোমা বা ইন্টার ম্যাচে হার বা ড্র তার চাকরির জন্য ক্ষতিকর। আর নিজেদের প্লেয়ার আর কোচকে মিলান কেনোই বা ফেরাতে চাইবেন না। মিলানের নতুন পুনর্জাগরণ তার হাতেই হোক এই চাওয়া অনেক রোজানারির। ইতালিঃ ইতালিও কোচিং নিয়ে ভালো নেই। নতুন কোচের অধীনে খুব একটা ভালো অবস্থানে নেই তারা। জিয়ান পিয়েরো ভেনচুরা কতোদিন থাকেন তাই দেখার বিষয়। বিশ্বকাপ কোয়ালিফায়ারে স্পেনের কাছে হার, আর কোয়ালিফায়ারে বাজে পারফম কতোদিন রাখতে পারে দেখার বিষয়। ফলে কোচিং তালিকায় আসতে পারেন কার্লো। নতুন সিজনের দুই মাস। টাকার খেলায় কতোদূর কি হয় কে জানে। তবে এখনি পিছু হতে চায়না চলে যাবেন না কার্লো। তবে কোনো টিমই কোচ স্যাক করেনি। কতোদিন বেকার থাকতে হয় পাঁচবারের চ্যাম্পিয়ন্স লীগজয়ী কার্লো আনচেলত্তি..