• ফুটবল

বছরের শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার দাপট

পোস্টটি ৭৯৫২ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

এবার তাহলে লা লিগাটা হাতছাড়া হয়েই গেল রিয়ালের।২০১৭ সালে পাঁচটি শিরোপা জিতা দল কি হোঁচটাই না খেল। নিজের মাঠে ৩-০ গোলে বার্সেলোনার কাছে পরাজয়।প্রথমার্ধে একের পর এক গোলে মিসের কড়া খেসারত দিতে হল রিয়ালের।প্রথম বারের মত রিয়ালের মাঠে টানা তিনটা এল ক্লাসিকো জিতল বার্সেলোনা।      

 

25550081_1749083861820742_4346702481797577655_n

প্রথম কয়েক মিনিটের ভিতর রোনাল্দোর হেডে বল জালে জোড়াল।তবে অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হল।ইস্কো কে বাদ দিয়ে কোভাচিচ কে একাদশে রেখে ভুল হয়েছে বলে মনে হয়েনি প্রথম আধা ঘণ্টা। প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও আকাঙ্ঘিত গোলের কোন দেখাই পেল না রিয়াল। কখনো বেনযেমার ভুলে, কখনো বার্সেলোনার ডিফেন্ডারের নৈপুণ্যে। নাভাসের কয়েকটি অসাধারণ সেভের উপর ভর করে রিয়াল প্রথমার্ধ গোলশূন্য রাখতে সক্ষম হল।

খেলার দ্বিতীয় অংশে বার্সেলোনা রিয়ালকে প্রথম থেকেই কোন সুযোগ দেয়নি। রিয়ালের খেলা দেখে খুবই ছন্নছাড়া মনে হচ্ছিল।প্রথমার্ধে আনফিট মনে হওয়া সুয়ারেজ করলেন প্রথম গোল।দ্বিতীয় গোল হল পেনাল্টি থেকে।পোলিনহোর পা থেকে নিশ্চিন্ত গোল ঠেকেতে গোলকিপারের রূপে আবর্তিত হলেন কারভাহাল। এরপর যা হওয়ার তাই হল। লাল কার্ড দেখালেন রেফারি।পেনাল্টি থেকে গোল করলেন মেসি।১০ জনের দল নিয়ে খেলায় ফেরা তখন প্রায় অসম্ভব। খেলায় ফেরাও হল না। উল্টো স্কোরলাইন ৩-০ হল।  

 

25552381_1729831293715794_7802588642030638178_n

 

যারা ধারণা করেছিল যে নেইমার না থাকায় বার্সেলোনার সমস্যা হবে অনেক আগেই  ভুল প্রমানিত হয়েছে। চিন থেকে আসা পোলিনহো ভালই ফর্মে আছেন।বার্সেলোনা এখন পর্যন্ত এই মৌসুমে লা লিগায় অপরাজিত।এই মৌসুমে যে অন্তত একটা শিরোপা তারা জিতবে এটা নিশ্চিত।